ভারতীয়দের দুঃসংবাদ দিলো সৌদি আরব
- সময় ১০:৪৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
- / 30
বিশ্বজুড়ে অভিবাসনের প্রবণতা ক্রমেই বাড়ছে। উন্নত জীবনের আশায় অনেকেই পাড়ি জমায় বিদেশে। সৌদি আরব, যা মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ, দীর্ঘদিন ধরে ভারতীয় শ্রমিকদের জন্য জনপ্রিয় গন্তব্য। তবে, সম্প্রতি সৌদি আরব ভারতীয় কর্মীদের জন্য ভিসা প্রক্রিয়ায় কঠোরতা এনেছে।
সৌদি আরবে প্রায় ২৭ লাখ ভারতীয় কর্মী বসবাস করছে। প্রতি বছর এই কর্মীরা ভারতীয় অর্থনীতিতে রেমিট্যান্স হিসেবে প্রায় ১০ বিলিয়ন ডলার পাঠান।
এসব কর্মীদের একটি বড় অংশ নির্মাণ, পরিসেবা ও গৃহপরিচারিকার কাজে নিয়োজিত। অধিকাংশই অল্পশিক্ষিত এবং পেশাগত প্রশিক্ষণের অভাবে ভুগছেন। এই পরিস্থিতিতে সৌদি আরব নতুন ভিসা প্রক্রিয়া চালু করেছে, যা পেশাগত দক্ষতার প্রমাণকে বাধ্যতামূলক OMRA WASHE করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, সৌদি যেতে ইচ্ছুক ভারতীয়দের পেশা ও শিক্ষাগত যোগ্যতা প্রাক- যাচাই করতে হবে। এ ছাড়া, আবেদনকারীদের পেশাগত দক্ষতার প্রমাণ সৌদি কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে হবে।
সৌদি সরকার বর্তমানে তাদের ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনে উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের নিয়োগে মনোযোগী। কম দক্ষ কর্মীদের কারণে দেশটির উৎপাদনশীলতা এবং কর্মক্ষেত্রে মান বজায় রাখতে সমস্যা হচ্ছে। এছাড়া অভিবাসীদের সংখ্যা সীমিত করে সৌদি নাগরিকদের জন্য চাকরির সুযোগ বাড়ানোও এর একটি উদ্দেশ্য।
তবে, এই কঠোর নীতির কারণ হিসেবে ভারতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাবকে দায়ী করা হচ্ছে। ভারতে যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, তার মান অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক মানের চেয়ে পিছিয়ে। ফলে, ভারতীয় কর্মীরা সৌদি আরবের মতো দেশে কাজ করার জন্য যথাযথভাবে প্রস্তুত নয়।
সৌদি আরব মূলত দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী। বিশেষ করে, নির্মাণ, প্রযুক্তি, এবং চিকিৎসা খাতে দক্ষ কর্মীদের চাহিদা বেশি। তাই, কম দক্ষ ভারতীয় শ্রমিকদের প্রবেশ ঠেকাতেই এই কঠোরতা। ফলে ভারত স্বাভাবিকভাবেই একটু দুঃসংবাদ পেয়েছে সৌদি আরবের কাছ থেকে।
সৌদি আরবে অভিবাসনের নতুন এই অধ্যায় ভারত এবং সৌদির মধ্যে সম্পর্ককে নতুন মাত্রা দিতে পারে। ছয় মাস আগে প্রস্তাবিত এই নীতি বাস্তবায়নের ফলে সৌদিতে ভারতীয় কর্মীদের সংখ্যা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে, এটি শুধু ভারতীয়দের জন্য নয়, বরং অন্য অনেক দেশের জন্যও কার্যকর হতে পারে।
অনেক ভারতীয় এই নতুন নীতিকে ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। সমস্যা সমাধানে ভারত সরকার ‘মেক ইন ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া’ প্রোগ্রামের অধীনে নতুন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেছে।