ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • / 19

বাবুল কাজী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাতীয় কবির নাতি বাবুল কাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপানের জন্য গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়।

শেয়ার করুন

জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন

সময় ০৭:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জাতীয় কবির নাতি বাবুল কাজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপানের জন্য গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল।

বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানা যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়।