নায়িকা উর্বশীর পোশাক বদলানোর ভিডিও ফাঁস!
- সময় ০৬:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
- / 21
অভিনেত্রী উর্বশী রাউতেলাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় তাঁর মন্তব্যের পর আবারও কটাক্ষের শিকার হন তিনি। এবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সেই ভিডিওতে উর্বশীকে পোশাক পরিবর্তন করতে দেখা যায়, যা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে।
নেটিজেনরা ওই ভিডিও দেখে ব্যাপকভাবে চিন্তিত হয়ে পড়েছেন। তারা প্রশ্ন তুলছেন, ব্যক্তিগত মুহূর্ত এভাবে প্রকাশ্যে আসার পেছনে কী কারণ থাকতে পারে। ভিডিওটি কিভাবে ছড়ালো, কেন ছড়ালো—এই সব প্রশ্নের উত্তর দিতে এবার মুখ খুললেন উর্বশী রাউতেলা।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী জানান, নির্মাতারা তাঁর কাছে এসে অত্যন্ত হতাশ হয়ে বলেছিলেন, “আমাদের ছবির প্রচার নেই, আলোচনা নেই। ছবির প্রচারের জন্য আমাদের জমি বিক্রি করতে হয়েছে। যদি এই ছবির জন্য কোনো শোরগোল তৈরি না করতে পারি, তবে আমরা দেনার দায়ে রাস্তায় দাঁড়িয়ে যাবো।”
এ সময় উর্বশী আরো বলেন, তিনি প্রযোজকদের কথাই ভেবেছিলেন, আর সেই কারণেই ছবির প্রচারে এমন এক দৃশ্য প্রকাশ করতে রাজি হন। উর্বশী জানালেন, এই ভিডিওটি ‘ঘুষপেটিয়া’ নামের ছবির একটি অংশ।
এ বিতর্কের পর উর্বশী স্পষ্ট করেছেন যে, তার এই সিদ্ধান্ত ছিল পুরোপুরি প্রযোজকদের চাহিদার প্রতি সম্মান জানিয়ে এবং ছবির প্রচারের জন্য।
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ে না উর্বশী রাউতেলার। সম্প্রতি সইফ আলি খানের উপর হামলার ঘটনায় মুখ খুলে চরম কটাক্ষের শিকার হন তিনি। অভিনেতার প্রতি সহমর্মিতা জানানোর বদলে নিজের লাখ টাকার ঘড়ি শো-অফ করতে ব্যস্ত হয়ে পড়েন উর্বশী। যা দেখে নেটপাড়া ‘অসংবেদনশীল’ তকমা সেঁটে দেয় উর্বশীর নামের পাশে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেন অভিনেত্রী।
এবার বাথরুম থেকে ফাঁস হওয়ার ২৩ সেকেন্ডের ভিডিও নিয়ে মুখ খুললেন উর্বশী রাউতেলার। ফাঁস হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, উর্বশী বাথরুমে ঢুকছেন। পরনে তাঁর সালোয়ার কামিজ। স্নানঘরের দরজা বন্ধ করে জামাকাপড় খুলতে যাবেন এমন সময় ভিডিওটি বন্ধ হয়ে যায়। ভিডিওটি দেখে অবাক হয়েছেন সকলেই। এমন ব্যক্তিগত মুহূর্ত কীভাবে প্রকাশ্যে এল? এবার এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন উর্বশী। কেন সেই ভিডিও ভাইরাল হল, তার ব্যাখ্যা দিয়েছেন উর্বশী।
বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, ‘নির্মাতারা আমার কাছে এসে কান্নাকাটি করে বলেছিলেন যে আমাদের ছবি নিয়ে কোনও হাইপ নেই, কোনও আলোচনা নেই। এই ছবির জন্য তাঁদের জমি বিক্রি করতে হয়েছিল এবং তারা বলেছিল যে এই ছবি নিয়ে শোরগোল তৈরি করতে না পারলে তাঁরা দেনার দায়ে রাস্তায় এসে দাঁড়াবে’।
উর্বশী আরও বলেন, ‘তিনি এসে আমার বিজনেস ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন এবং আমাদের অনুমতি নেন। এটা সিনেমার দৃশ্য এমনই ছিল, আমরা আলাদা কিছু শ্যুট করিনি। এটা সিনেমার একটি দৃশ্য ছিল, তাই তিনি বলেছিলেন যদি আমরা এটি আরও আগে মুক্তি দিতে পারি কিনা’। প্রযোজকদের কথা ভেবে প্রমোশন্যাল গিমিকের জন্যই এমনটা করেন উর্বশী। ঘুষপেটিয়া (Ghuspaithiya) নামক এক ছবির অংশ ওই দৃশ্য।
সইফ আলি খানের মামলা নিয়ে উর্বশী রাউতেলাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা খুবই ভুল ছিল। এখন দারু মহারাজ ১০৫ কোটি টাকা আয় করেছেন এবং আমার মা আমাকে একটি হিরের রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন এবং আমার বাবা আমাকে একটি মিনি ঘড়ি দিয়েছেন যা আমার আঙুলে রয়েছে। কিন্তু ভয় লাগে, এখন আর আমরা আত্মবিশ্বাসের সাথে এটা পরে বেরোতে পারব না। নিরাপত্তাহীনতা থাকবে, কারণ যে কেউ আমাদের আক্রমণ করতে পারে। যা ঘটেছে তা খুবই অন্যায়।’ এমন মন্তব্যের জন্য কড়া সমালোচনার শিকার হন উর্বশী। পরে বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে হয় নায়িকাকে। তিনি বলেন, ঘটনার গভীরতা তিনি বুঝতে পারেননি।