ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পাওয়ার প্লান্ট প্রকল্প

কলাপাড়ায় বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, কুয়াকাটা
  • সময় ০১:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫
  • / 22

বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

আশুগঞ্জ পাওয়ার প্লান্ট প্রকল্পে অধিগ্রহণকৃত বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মাববন্ধনন করেছেন ভুক্তভোগী চার শতাধিক পরিবারের সদস্যরা। শনিবার সকাল ১০টায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে অধিগ্রহণকৃত বসতভিটার ন্যায্য মূল্য পরিশোধ করা হয়নি। বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ এবং ভুক্তভোগীদের আইনি হয়রানির মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মানববন্ধন চলাকালীন সময় প্রকল্প পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব সাইফুল্লাহ পান্না এবং প্রকল্প পরিচালক কামরুজ্জামান। ভুক্তভোগীরা তাদের গাড়িবহর আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে আন্দোলনকারীরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকা দাহ করেন।

বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন
বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়নের ইউপি সদস্য আল-মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনসার উদ্দিন মোল্লা, এবং আসাদুজ্জামান আলমগীর।

বক্তারা বলেন, “আমাদের বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে প্রায় দুই বছর আগে। কিন্তু এখনো আমরা আমাদের প্রাপ্য টাকা পাইনি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলতে দেওয়া হবে না।”

বক্তারা আরও অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের প্রতি উদাসীন আচরণ করা হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে বসতভিটার ন্যায্য মূল্য পরিশোধের আহ্বান জানান।

বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, ন্যায্য পাওনা পরিশোধ না হলে প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন,

“আমরা ন্যায্য পাওনার জন্য সরকারের প্রতি আস্থা রেখেছি। কিন্তু দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”

এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে প্রকল্প পরিচালক আশ্বস্ত করেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তাদের দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শেয়ার করুন

পাওয়ার প্লান্ট প্রকল্প

কলাপাড়ায় বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

সময় ০১:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

আশুগঞ্জ পাওয়ার প্লান্ট প্রকল্পে অধিগ্রহণকৃত বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মাববন্ধনন করেছেন ভুক্তভোগী চার শতাধিক পরিবারের সদস্যরা। শনিবার সকাল ১০টায় ধানখালী ইউনিয়নের প্রকল্প এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, প্রকল্পের ৮০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে অধিগ্রহণকৃত বসতভিটার ন্যায্য মূল্য পরিশোধ করা হয়নি। বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ এবং ভুক্তভোগীদের আইনি হয়রানির মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মানববন্ধন চলাকালীন সময় প্রকল্প পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টার মূখ্য সচিব সাইফুল্লাহ পান্না এবং প্রকল্প পরিচালক কামরুজ্জামান। ভুক্তভোগীরা তাদের গাড়িবহর আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন। পরে আন্দোলনকারীরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে প্রকল্প পরিচালকের কুশপুত্তলিকা দাহ করেন।

বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন
বসতঘরের মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ধানখালী ইউনিয়নের ইউপি সদস্য আল-মামুন, সাবেক ইউপি সদস্য ফিরোজ তালুকদার, আনসার উদ্দিন মোল্লা, এবং আসাদুজ্জামান আলমগীর।

বক্তারা বলেন, “আমাদের বসতভিটা অধিগ্রহণ করা হয়েছে প্রায় দুই বছর আগে। কিন্তু এখনো আমরা আমাদের প্রাপ্য টাকা পাইনি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকায় কোনো কাজ চলতে দেওয়া হবে না।”

বক্তারা আরও অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নে স্থানীয়দের প্রতি উদাসীন আচরণ করা হচ্ছে। তারা দ্রুত সময়ের মধ্যে বসতভিটার ন্যায্য মূল্য পরিশোধের আহ্বান জানান।

বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, ন্যায্য পাওনা পরিশোধ না হলে প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। তারা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন,

“আমরা ন্যায্য পাওনার জন্য সরকারের প্রতি আস্থা রেখেছি। কিন্তু দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”

এদিকে, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা শেষে প্রকল্প পরিচালক আশ্বস্ত করেন, দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তবে আন্দোলনকারীরা তাদের দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।