বৈঠকের নামে প্রহসন হচ্ছে: ১২ দলীয় জোট
- সময় ০৬:৩০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
- / 19
ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ১২ দলীয় জোটের সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
তিনি জানান, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গুম- খুন, হত্যা, নির্যাতন, জেল-জুলুমের মতো বিষয় নিয়ে আন্দোলনরত দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। সবার ঐক্যমত্যের ভিত্তিতেই জাতির সামনে একটি বয়ান উপস্থাপন হতে পারতো।
জোটের নেতারা জানান, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে ধুম্রজাল ও অস্পষ্টতা সৃষ্টি হয়েছে। আন্দোলন-সংগ্রামের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা হারাচ্ছে।
সরকার আন্দোলনের সকল অংশীজনদের সম্মান প্রদর্শন করে আলোচনায় আমন্ত্রণ জানাবে, এমনটাই প্রত্যাশা করেছিলেন নেতারা। তবে আমন্ত্রণ না পেয়ে কেউ কেউ আশাহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited