দুই সহযোগীসহ মিরপুরের সন্ত্রাসী জীবন আটক
- সময় ১০:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
- / 18
মিরপুর মডেল থানা পুলিশের সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে বিশেষ অভিযানে চিহ্নিত চাঁদাবাজ জীবনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার মিরপুর-১০ এলাকার নতুন রব্বানী হোটেলের দ্বিতীয় তলা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শাহিন ইসলাম জীবন(৩৯), পিতা-মৃত ইউসুফ আলী, মোঃজনি(২৬), পিতা-মৃত আব্দুর রহিম ও মোঃ রাশেদুল ইসলাম রাশেদ(৪৪), পিতা-মৃত মতিউর শেখ।
পুলিশ সূত্রে জানা যায়-আটককৃত আসামিদের থেকে ৫ গ্রাম হেরোইন (যার বাজার মূল্য ২০ হাজার টাকা), ১৫০ পিছ ইয়াবা, মাদকদ্রব্য বিক্রয়ের ৩০ হাজার ৪০০ টাকা, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবনের ফয়েলপেপার সহ একটি পিস্তল সদৃশ গ্যাসলাইটার উদ্ধার করা হয়।
জানা গেছে, মিরপুর ১০ এলাকার ফুটপাতের একাংশে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করে আসছেন জীবন। দোকানপাট দখলসহ নিয়মিত চাঁদাবাজি করে সাধারণ ব্যবসায়ীদেরকে জিম্মি করে রেখেছিলেন জীবন। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর ১০ এলাকায় ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মানিকের নেতৃত্বে ছাত্র জনতার উপর তান্ডব চালায়।
এছাড়াও চাঁদাবাজির একাধিক অভিযোগে মিরপুর মডেল থানায় বেশ কয়েকটি চাঁদাবাজির মামলাও রয়েছে জীবনের বিরুদ্ধে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন মিয়া জানায়, আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তিনি জানায় চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে নিয়মিত কাজ করছে পুলিশ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited