ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

স্বর্ণের বারসহ সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
  • সময় ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
  • / 25

স্বর্ণসহ চোরাকারবারী আটক

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০.৭৬ গ্রাম ওজনের দুটি তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (১২ জানুয়ারি) বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারির নাম মো. কামাল হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।

বিজিবির অভিযান:
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা করা হবে। এই তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কাকডাঙ্গা বাজারের পূর্ব পাশের পাকা রাস্তায় অভিযান চালায়। বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন সন্দেহভাজন কামাল হোসেন। তাকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কোমরে লুঙ্গির সঙ্গে পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল:
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০.৭৬ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৩০ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি বাইসাইকেল এবং নগদ ১,৬১০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র বক্তব্য:
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে এবং আসামিকে থানায় সোপর্দ করা হবে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

শেয়ার করুন

স্বর্ণের বারসহ সাতক্ষীরা সীমান্তে চোরাকারবারি আটক

সময় ০৮:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে ২৬০.৭৬ গ্রাম ওজনের দুটি তেজাবি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (১২ জানুয়ারি) বেলা ২টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বাজারের কাছে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারির নাম মো. কামাল হোসেন (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।

বিজিবির অভিযান:
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা করা হবে। এই তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল কাকডাঙ্গা বাজারের পূর্ব পাশের পাকা রাস্তায় অভিযান চালায়। বাইসাইকেলযোগে সীমান্তের দিকে যাচ্ছিলেন সন্দেহভাজন কামাল হোসেন। তাকে থামিয়ে তল্লাশি চালিয়ে তার কোমরে লুঙ্গির সঙ্গে পেঁচানো অবস্থায় ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল:
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৬০.৭৬ গ্রাম এবং এর আনুমানিক মূল্য ৩০ লাখ ৯১ হাজার টাকা। এছাড়া তার কাছ থেকে ১টি মোবাইল ফোন, ১টি বাইসাইকেল এবং নগদ ১,৬১০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজিবি’র বক্তব্য:
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত স্বর্ণ সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে এবং আসামিকে থানায় সোপর্দ করা হবে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপরতা বাড়ানো হয়েছে বলে বিজিবি জানিয়েছে।