পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের দাবিতে ঘেরাও কর্মসূচি
- সময় ০২:৫২:১১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারি ২০২৫
- / 15
পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ বাতিলের দাবিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’।
রোববার (১২ জানুয়াারি) সকালে এনসিটিবির সামনে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ সংগঠনের ব্যানারে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এ সময় পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ অন্তর্ভুক্তি অনুমোদনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ও এর সঙ্গে যোগসাজস থাকা কর্মকর্তাদের পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া বলেন, ‘গত ৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়কে ২৪ ঘণ্টার মধ্যে পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত ও সার্বভৌমত্ববিরোধী ‘আদিবাসী’ শব্দটি প্রত্যাহারের আল্টিমেটাম দেয়া হয়।
কিন্তু মন্ত্রণালয় আমাদেরকে হতাশ করেছে। তাই দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার স্বার্থে এনসিটিবি ঘেরাও করতে বাধ্য হয়েছি।’
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited