ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবান দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫৮ রোহিঙ্গা

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
  • সময় ০৬:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • / 17

অনুপ্রবেশকালে আটক ৫৮ রোহিঙ্গা ও ৫ বাংলাদেশি দালাল। ছবি: সংগৃহীত।

রুট পরিবর্তন করে বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালাল চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় বিজিবির আলিকদম ব্যাটালিয়ন তাদের আটক করে। তাদের মধ্যে নারী-পুরুষসহ সব বয়সি মানুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশবেক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তিনটি পৃথক অভিযানে কুরুকপাতা ইউপির পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্কসহ মোট ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।

শেয়ার করুন

বান্দরবান দিয়ে অনুপ্রবেশকালে আটক ৫৮ রোহিঙ্গা

সময় ০৬:৪৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

রুট পরিবর্তন করে বান্দরবানের আলিকদম উপজেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দালাল চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।

শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় বিজিবির আলিকদম ব্যাটালিয়ন তাদের আটক করে। তাদের মধ্যে নারী-পুরুষসহ সব বয়সি মানুষ রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাদেশি কয়েকজনের সহায়তায় মিয়ানমার থেকে পালিয়ে বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচি তং এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশবেক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, ২০২৪ সালের ১১ নভেম্বর আলীকদম উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তিনটি পৃথক অভিযানে কুরুকপাতা ইউপির পোয়ামুহুরী সীমান্তের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ৩১ শিশু ও ৫০ জন প্রাপ্ত বয়স্কসহ মোট ৮১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়েছিল।