নেত্রকোনায় উদীচীর জেলা সম্মেলন অনুষ্ঠিত
- সময় ০৫:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
- / 20
নানারকম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা উদীচী শিল্পী গোষ্ঠীর ১৬ তম জেলা সম্মেলন। শনিবার দুপুরে ছোট বাজারে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সাথে সাথে জাতীয় পতাকা ও উদীচীর সংগঠনের নিজস্ব পতাকা। তারপর একটি কোরাস প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন সমবেত কণ্ঠে। তারপর বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের কণ্ঠশিল্পীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উদীচীর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহ-সভাপতি আবদুস সালাম রিপন, ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সারোয়ার কামাল রবিন, জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী সহ অনেকে।
তারপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা উদীচীর কার্যালয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। শিশু কিশোরসহ বিভিন্ন শিল্পী নৃত্য ও সঙ্গীত পরিবেশন।
জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান জানান,উদীচী মানুষের মনকে নাড়া দেয় সজাগ করে। উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন অনুষ্ঠানে তাল মিলিয়ে সঙ্গীত, নাটক, আলোচনা ও নৃত্য পরিবেশন করে থাকে।এ ধারা দীর্ঘদিন ধরে চলে আসছে। চলমান থাকবে অনন্তকাল।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited