সেই ত্রয়ীকে নিয়ে কোচ মাসচেরানোর মহাপরিকল্পনা
- সময় ১২:০৫:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
- / 21
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল মেসি, সুয়ারেজ এবং নেইমারের ত্রিফলা আক্রমণ। এই সময়টিকে অনেকে বার্সেলোনার স্বর্ণযুগও বলে থাকেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে আবারও একসঙ্গে দেখা যাবে এই তিন তারকা ফুটবলারকে।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার বিষয়ে নিজেই ইঙ্গিত দিয়েছেন নেইমার। তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার সম্ভাবনাকে ‘অসম্ভব’ বলে উল্লেখ করেছেন।
এমএলএস মিডিয়া ইভেন্টে ইন্টার মায়ামির কোচ মাসচেরানো বলেন, এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়া সম্ভব নয়। নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। তবে এমএলএসের বেতন কাঠামো অনুযায়ী এই মুহূর্তে তাকে নেওয়া অসম্ভব।
এ ছাড়াও লুইস সুয়ারেজ ও নেইমারের প্রশংসা করে বলেন, সে একজন অবিশ্বাস্য মানের খেলোয়াড়। আমাদের একসঙ্গে খেলার সময়ের স্মৃতিগুলো দুর্দান্ত। তবে এখন আমরা ভিন্ন যুগে আছি। ফুটবলে যেকোনো কিছু সম্ভব, কিন্তু সেসব বাস্তবায়ন করা জটিল।
মেসি, সুয়ারেজ এবং নেইমারের সম্মিলিত প্রচেষ্টায় ২০১৪-১৫ মৌসুমে বার্সা জিতেছিল ‘ট্রেবল’ লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তিন বছরে এই ত্রিফলা ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল।
এরপর ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দিয়ে দলবদলের বিশ্বরেকর্ড গড়েন। এরপর থেকে এই ত্রিফলা ( ত্রয়ী) আর একসঙ্গে দেখা যায়নি। মেসি ও নেইমার খেলেছেন পিএসজিতে। এখনও মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ।
মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার বিষয়ে নেইমার সিএনএনকে বলেন, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অসাধারণ। ফুটবল বিস্ময়ে ভরপুর, তাই কিছু বলা যায় না।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited