ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মাইনাস টু’র আশা জীবনে পূরণ হবে না

নিউজ ডেস্ক
  • সময় ০৮:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
  • / 20

আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিএসএমএমইউতে গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসানকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা জানান আমীর খসরু

আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে যাচ্ছে। সবই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে। নতুন দেশ গড়ার সময়ে এমন হামলার ঘটনা দুঃখজনক। এত বড় ত্যাগের পরও এখনও বিচারহীনতার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করা ঠিক নয়। কয়েকজনের কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়।

এর আগে দুপুরে, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন

মাইনাস টু’র আশা জীবনে পূরণ হবে না

সময় ০৮:২৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বিএসএমএমইউতে গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসানকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় ফারুক হাসানের ওপর হামলার তীব্র নিন্দা জানান আমীর খসরু

আমীর খসরু বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে যাচ্ছে। সবই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশে হতে হবে। নতুন দেশ গড়ার সময়ে এমন হামলার ঘটনা দুঃখজনক। এত বড় ত্যাগের পরও এখনও বিচারহীনতার প্রবণতা দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনীতি করা ঠিক নয়। কয়েকজনের কথায় দেশ চলবে না, দেশ চলবে জনগণের কথায়।

এর আগে দুপুরে, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ফুল দেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।