অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- সময় ০৬:১৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
- / 28
নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় বসতঘর থেকে এক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হযে়ছে। জীবিত ভেবে আধুনিক সদর হাসপাতালে নিযে় গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।শুক্রবার দুপুরের দিকে নেত্রকোনা পৌর শহরের বড়বাজার এলাকায় এ উদ্ধার করা হয়।
শিক্ষক দিলীপ রায়(৭২) পৌর শহরের বড়বাজার এলাকার বাসিন্দা। তিনি নেত্রকোনা আবু আব্বাছ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। নেত্রকোনায় কলেজে চাকরি ও বিযে়র করার পর বড়বাজারে বাসা করেছিলেন। তার জন্মস্থান কুমিল্লা জেলার মাইজার এলাকায় ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দিলীপ রাযে়র এক মেযে় বিবাহিতা। একমাত্র ছেলে রাজিব রায় অর্থ মন্ত্রণালযে় উপ-পরিচালক পদে কর্মরত আছেন। দিলীপের স্ত্রী বিভা সাহা ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যান। নিহত শিক্ষক ঘটনার রাতে বাসায় একা ছিলেন বলে জানা যায়।
বূস্পতিবার রাতে কোন এক সময় বসতঘরে দুর্বৃত্তরা দিলীপ রায়কে রক্তাক্ত করে মেরে নগদ টাকা ও জিনিসপত্র নিযে় গ্যাটে তালাবদ্ধ করে রেখে যায়। ঘটনাক্রমে শুক্রবার সকালে দিলীপের স্ত্রী বিভা সাহা ঢাকা থেকে এসে বাসা তালাবদ্ধ পান। তারপর পাড়া প্রতিবেশীর সাহায্য নিযে় তারা ভেঙ্গে প্রবেশ করে ঘরের ভেতরে স্বামীর অচেতন রক্তাক্ত দেহ পডে় থাকতে দেখেন।দেহ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিযে় গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কান্না জড়িত কন্ঠে নিহতের স্ত্রী বিভা সাহা বলেন, আমি স্বামী হারিযে়ছি। তিনি আর ফিরে আসবেন না। তবে খুনের ঘটনায় জডি়তদের কঠোর শাস্তি দাবি করছি।যাতে এমন ঘটনা আর না ঘটে। আমার ধারণা ডাকাতরা ঘরে ঢুকে তাকে কুপিযে় হত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহনেওয়াজ জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিযে় তদন্ত চলছে। পুলিশ টিম জডি়তদের গ্রেফতার করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited