নেত্রকোনায় পুলিশ কর্মকর্তাকে হত্যা
- সময় ১০:৫৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
- / 61
নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উকিলপাড়ায় অতর্কিতে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তার ডান পায়ের নিচের অংশ কেটে ফেলে। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত এইআই শফিকুল জামালপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি ছুটিতে ছিলেন। তিনি দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্ৰামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শফিকুল সন্ধ্যার দিকে বাজারে জিনিসপত্র কেনার উদ্দেশ্যে পৌর শহরের পান মহলের ভেতর দিয়ে হাঁটছিলেন। এসময় অতর্কিতে কয়েকজন দুর্বৃত্ত তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তারপর তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটার দিকে সেখানেই তার মৃত্যু ঘটে।
জানতে চাইলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাঃ ফারহানা জানান, অস্ত্রের আঘাতে ডান পায়ের নিচের অংশ বিছিন্ন হয়ে গেছে। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের বেশ কিছু চিহ্ন পাওয়া গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়া জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।