ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
আহত তিনজন

জামালপুরে ট্রেনের ধাক্কায় লণ্ডভণ্ড সার বোঝাই ট্রাক

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
  • সময় ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
  • / 38

জামালপুরে ট্রেনের ধাক্কায়

জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনের সাথে ধাক্কায় সার বোঝায় ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে লণ্ডভণ্ড হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ অন্তত তিনজন আহত হয়েছে। পাঁচ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

বুধবার (০৮ জানুয়ারি) ভোরে সরাষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ ৩৮ এক্সপ্রেস ট্রেনের সাথে এ ঘটনা ঘটে৷

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ট্রেনটির সাথে ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সার বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় দুইশ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশে ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে৷

জামালপুর থানা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

আহত তিনজন

জামালপুরে ট্রেনের ধাক্কায় লণ্ডভণ্ড সার বোঝাই ট্রাক

সময় ০৮:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫

জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনের সাথে ধাক্কায় সার বোঝায় ট্রাক উল্টে দুমড়ে-মুচড়ে লণ্ডভণ্ড হয়েছে গেছে। এতে ট্রেন চালকসহ অন্তত তিনজন আহত হয়েছে। পাঁচ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল।

বুধবার (০৮ জানুয়ারি) ভোরে সরাষাবাড়ির তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে নাছিরাবাদ ৩৮ এক্সপ্রেস ট্রেনের সাথে এ ঘটনা ঘটে৷

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, তারাকান্দি থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী ট্রেনটির সাথে ভোর ৫টার দিকে তালুকদার বাড়ি রেল ক্রসিংয়ে সার বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পরে ট্রেনটি প্রায় দুইশ মিটার দুরে ট্রাকটিকে টেনে নিয়ে যায়। এতে ট্রাক দুই টুকরো হয়ে পাশের খাদে পড়ে যায়। আর ট্রেনের সামনে চালকের অংশে ভেঙে যায়৷ এ ঘটনায় ট্রাক ও ট্রেন চালকসহ তিনজন আহত হয়েছে৷

জামালপুর থানা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো: রবিউল ইসলাম বলেন, ট্রাকটিকে সরিয়ে জামালপুর-তারাকান্দি রেল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করতে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন নিয়ে আসা হচ্ছে। এ ঘটনায় ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছে৷ তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।