ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

অর্ধযুগ পরেও মেডিকেল কলেজের স্থান নির্ধারণ হয়নি

সিনিয়র প্রতিবেদক, নেত্রকোনা
  • সময় ০২:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫
  • / 23

নেত্রকোনা মেডিকেল কলেজ

একটি এলাকার চিকিৎসা সেবার মাধ্যমেই মানুষের জীবনমান নির্ধারিত হয়। হঠাৎ অসুস্থ বা আহত হয়ে পরলে রোগীকে যথাযথ চিকিৎসা দেয়া না গেলেই প্রাণ চলে যায়। এ অবস্থায় সরকার অর্ধ যুগ আগেই নেত্রকোনা মেডিকেল কলেজ কার্যক্রম শুরু করলেও স্থায়ী অবকাঠামো গড়ে উঠেনি। হয়নি স্থান নির্ধারণও। বিষয়টি নিয়ে দীর্ঘসময়ের ক্ষোভ রয়েছে জেলার বাসিন্দাদের।

নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান অবিলম্বে নির্ধারণসহ অবকাঠামো নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এবং নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, কমিটির সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক কামাল হোসাইন ও পল্লব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব আকন্দ, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম এবং খায়রুল ইসলাম ফারাস প্রমুখ।

নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের নীতিনির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতার ফলে শিক্ষার্থীদের পাঠগ্ৰহণ চরমভাবে ব্যাহত হচ্ছে এবং কলেজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বক্তারা আরও জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে যে, সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকটের অজুহাতে কলেজটি বাতিল করার প্রক্রিয়া চলছে।

বক্তারা নেত্রকোনা মেডিকেল কলেজের জন্য প্রধান সড়কের পাশে দ্রুত জায়গা নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

অর্ধযুগ পরেও মেডিকেল কলেজের স্থান নির্ধারণ হয়নি

সময় ০২:৪২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারি ২০২৫

একটি এলাকার চিকিৎসা সেবার মাধ্যমেই মানুষের জীবনমান নির্ধারিত হয়। হঠাৎ অসুস্থ বা আহত হয়ে পরলে রোগীকে যথাযথ চিকিৎসা দেয়া না গেলেই প্রাণ চলে যায়। এ অবস্থায় সরকার অর্ধ যুগ আগেই নেত্রকোনা মেডিকেল কলেজ কার্যক্রম শুরু করলেও স্থায়ী অবকাঠামো গড়ে উঠেনি। হয়নি স্থান নির্ধারণও। বিষয়টি নিয়ে দীর্ঘসময়ের ক্ষোভ রয়েছে জেলার বাসিন্দাদের।

নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান অবিলম্বে নির্ধারণসহ অবকাঠামো নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এই মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ এবং নেত্রকোনা শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচীর সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, জিয়া পরিষদের সভাপতি সানাউল হক মাসুম, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক ভজন দাস, কমিটির সম্পাদক আলপনা বেগম, সাংবাদিক কামাল হোসাইন ও পল্লব চক্রবর্তী, জেলা কাজী সমিতির সভাপতি শফিউল আলম চৌধুরী জুয়েল, কবি সোহরাব আকন্দ, নেত্রকোণা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন খান লেলিন, শিক্ষক প্রতিনিধি এখলাছ উদ্দিন মাস্টার, সিরাজুল ইসলাম এবং খায়রুল ইসলাম ফারাস প্রমুখ।

নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থান নির্ধারণের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে উপস্থিত বক্তারা জানান, নেত্রকোনা মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সরকারের নীতিনির্ধারক ও স্থানীয় প্রশাসনের উদাসীনতার ফলে শিক্ষার্থীদের পাঠগ্ৰহণ চরমভাবে ব্যাহত হচ্ছে এবং কলেজটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বক্তারা আরও জানান, বিভিন্ন সূত্রে জানা গেছে যে, সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় অর্থ সংকটের অজুহাতে কলেজটি বাতিল করার প্রক্রিয়া চলছে।

বক্তারা নেত্রকোনা মেডিকেল কলেজের জন্য প্রধান সড়কের পাশে দ্রুত জায়গা নির্ধারণ এবং সেখানে অবকাঠামো নির্মাণের মাধ্যমে একটি শিক্ষার অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।