টেকনাফে ১৮ বনকর্মীকে উদ্ধার করেছে র্যাব
- সময় ০৭:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 28
কক্সবাজারের টেকনাফে অপহরণের একদিন পর অপহৃত ১৮ বনকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব। সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৮ জন অপহরণের শিকার হয়েছেন। সেদিন রাত ও আজ মঙ্গলবার সকালে অপহরণ হয় আরও ৯ জন। এখন পর্যন্ত বাকি ৯ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ১৮ জনকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, ৩০ ডিসেম্বর টেকনাফ বনবিভাগের পাহাড়ে কাজ করার সময় হ্নীলা ইউনিয়ন এলাকা থেকে বনকর্মীদের অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরপর অভিযান চালিয়ে অপহৃত ১৮ বনকর্মীকে উদ্ধার করা হয়।
এদিকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে সিএনজি চালকসহ ৮ জন অপহরণের ঘটনা ঘটে। এছাড়া, আগের রাতে টেকনাফের বড়ডেইল এলাকা থেকে জসিম উদ্দিন নামের আরেকজনকে অপহরণ করা হয়। অপহরণের সময় দুর্বত্তরা ১৫ থেকে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এখন পর্যন্ত ১৮ জন উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে ৯ জন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে অপহৃতদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা হয়। বাকিদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited