শিরোনাম
সাতক্ষীরায় ছাত্র আন্দোলনে আহতের বিজিবির অর্থ সহায়তা
নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
- সময় ০৬:৩৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 38
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারানো সাতক্ষীরার মো: শাহীন হোসেনকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বিজিবি। এছাড়া ওই আন্দোলনে আহতদের হাতেও সহায়তা তুলে দেয়া হয়েছে।
রোববার(২৯ ডিসেম্বর) বিকালে বিজিবি-৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই সহায়তা তুলে দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মো: শাহীন হোসেন সদর উপজেলার পলাশপোল এলাকার শাজাহান আলী সানার ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারিয়েছিলো শাহীন হোসেন। তাকে নগদ ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। এর আগে গত ২৫ আগস্ট আরও ৩ জনকে নগদ অর্থ সহায়তা দিয়েছে বিজিবি।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited