ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল’র কনসার্ট নিয়ে যে প্রশ্ন তুললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
  • সময় ০৫:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / 34

তামিম ইকবাল খান

রাত পোহালে আগামীকাল সন্ধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র ১১ তম আসর। এবারের আসরে বৈশ্বিক তারকা ক্রিকেটারদের ঘাটতি থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি’র কনসার্ট নিয়ে প্রশ্ন তুলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান

দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের বিপিএল আরও আকর্ষণীয় হতে চলেছে- এমন ঘোষণাই দেওয়া হয়েছিল। কিন্তু তিন ভেন্যুতে কনসার্ট এবং প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হওয়া মাসকট-ই শুধু এবারের বিপিএলকে ভিন্নতা দিয়েছে। মাঠের বাইরের এসব আয়োজন মাঠের খেলায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা সর্বত্র! কেননা এবারের বিপিএলেও ভালো মানের বিদেশি খেলোয়াড় আসেনি। সব মিলিয়ে তাই আকর্ষণ খুব বেশি নেই! ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও তেমন সুর!

সোমবার শুরু হচ্ছে বিপিএল। প্রথম দিনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ অনেকদিন পর বিপিএল খেলতে আসা দুর্বার রাজশাহী। ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের অধিনায়ক তামিম বলেছেন, ‘সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি করতে হয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’

তামিমের একটাই কথা বিপিএল পরিবর্তন করতে হলে বিনিয়োগের বিকল্প নেই, ‘এখন এটা আর্লি হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম, যেটা খারাপভাবে গেলো। এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে আপনি যদি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন।’

তবে বিপিএল কেমন হবে সেটা পুরোটাই নির্ভর করে মাঠের পারফরম্যান্সের ওপর। সেটিও মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘দেখেন, ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। কিন্তু উনারা কোনও দিন এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা দুইশ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি, তাহলে সফল টুর্নামেন্ট হবে।’

শেয়ার করুন

বিপিএল’র কনসার্ট নিয়ে যে প্রশ্ন তুললেন তামিম

সময় ০৫:৪৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

রাত পোহালে আগামীকাল সন্ধ্যায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)’র ১১ তম আসর। এবারের আসরে বৈশ্বিক তারকা ক্রিকেটারদের ঘাটতি থাকলেও উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি’র কনসার্ট নিয়ে প্রশ্ন তুলেছেন ফরচুন বরিশালের অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেটের সেরা ওপেনার তামিম ইকবাল খান

দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এবারের বিপিএল আরও আকর্ষণীয় হতে চলেছে- এমন ঘোষণাই দেওয়া হয়েছিল। কিন্তু তিন ভেন্যুতে কনসার্ট এবং প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হওয়া মাসকট-ই শুধু এবারের বিপিএলকে ভিন্নতা দিয়েছে। মাঠের বাইরের এসব আয়োজন মাঠের খেলায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে আলোচনা সর্বত্র! কেননা এবারের বিপিএলেও ভালো মানের বিদেশি খেলোয়াড় আসেনি। সব মিলিয়ে তাই আকর্ষণ খুব বেশি নেই! ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের কণ্ঠেও তেমন সুর!

সোমবার শুরু হচ্ছে বিপিএল। প্রথম দিনে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ অনেকদিন পর বিপিএল খেলতে আসা দুর্বার রাজশাহী। ম্যাচের আগের দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে বরিশালের অধিনায়ক তামিম বলেছেন, ‘সত্যি কথা বলতে অন্যরকম কিছু দেখি না কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয় অন্যরকম বিপিএল যদি করতে হয়, ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের টুর্নামেন্টে ইনভেস্ট করতে হবে, কনসার্ট বা অন্য কিছুতে না। ক্রিকেটে যদি বিনিয়োগ করি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করি; তখন আমরা বলতে পারবো যে এটা নতুন বিপিএল। কনসার্ট আগেও হয়েছে, এখনও হয়েছে; দারুণ একটা অনুষ্ঠান হয়েছে যা দেখেছি, আমি ছিলাম না দেশে।’

তামিমের একটাই কথা বিপিএল পরিবর্তন করতে হলে বিনিয়োগের বিকল্প নেই, ‘এখন এটা আর্লি হয়ে যায় মন্তব্য করা, কারণ আমি জানি না কালকে কী আছে আমাদের জন্য। এটাও ফেয়ার হবে না আমি একটা কমেন্ট করে দিলাম, যেটা খারাপভাবে গেলো। এতটুকু বলতে পারি, কেউ যদি আমার কাছে পরামর্শ চায়, আমি এতটুকু বলবো যে আপনি যদি বিপিএল পরিবর্তন করতে চান; টুর্নামেন্ট ও ক্রিকেটে বিনিয়োগ করুন।’

তবে বিপিএল কেমন হবে সেটা পুরোটাই নির্ভর করে মাঠের পারফরম্যান্সের ওপর। সেটিও মনে করিয়ে দিয়েছেন তামিম, ‘দেখেন, ক্রিকেটটা কেমন হবে এটা নির্ভর করে খেলোয়াড়রা কেমন খেলছে। এটা তো আসলে যারা আয়োজক তাদের হাতে কিছু থাকে না। তাদের হাতে কী থাকে, সেরা ফ্যাসিলিটিজ দেওয়া, সেরা উইকেট দেওয়া, নিশ্চিত করা সেরা ধারাভাষ্যকার, ক্যামেরা ও টেকনোলজি যেটা এভেইলেবল, তা পাওয়া। এটা হলো যারা দায়িত্বে বসে আছেন তাদের কাজ। কিন্তু উনারা কোনও দিন এটা সিদ্ধান্ত নিতে পারবেন না আসলে খেলা দুইশ রানের হবে নাকি ৬০ রানের হবে। ওটার দায়িত্ব দল ও খেলোয়াড়দের নিতে হবে। এটার বাইরে যেগুলো উনাদের দায়িত্ব। উনারা যদি উনাদের কাজটা ভালো মতো করেন, আমরাও যদি আমাদের কাজ ভালো মতো করি, তাহলে সফল টুর্নামেন্ট হবে।’