যে কারণে দুবলার চরে মৎস্যজীবীদের মাথায় হাত
- সময় ০৯:১৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / 42
বঙ্গোপসাগরের সুন্দরবনের দুবলার চর উপকূলে গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে শীতকালীন মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম। এ মৌসুম চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। মৌসুমের শুরু থেকেই মৎসজীবীদের মথায় হাত দেয়ার মতো অবস্থা। নানা উৎকণ্ঠা এবং অনিশ্চিয়তা নিয়ে তারা দিনানিপাত করছেন দুবলার চরে।
এদিকে সাগর থেকে মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াজাতকরণ মৌসুম শুরুর প্রায় দু’মাস ধরে জেলে মৎস্যজীবীদের জালে পর্যাপ্ত মাছ ধরা পড়ছে না। সাগরে দেখা দিয়েছে মাছের আকাল। এই আকালে মৎসজীবীরা চরম হতাশা ব্যক্ত করেছেন।
জেলে মৎস্যজীবীদের অনেকের মতে, বৈরী আবহাওয়ার কারণে সুন্দরবন উপকূলে মাছের সংকট দেখা দিয়েছে। তারা এখন পর্যন্ত পর্যাপ্ত কাঙ্খিত মাছ না চলতি মৌসুম শেষে জেলে মৎস্যজীবীরা তাদের পুঁজি নিয়ে ঘরে ফিরতে পারবে কিনা তা নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। আর পর্যাপ্ত মাছ আহরণ না হলে বন বিভাগেরও তাদের টার্গেট রাজস্ব আয়ে বিরুপ প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে।
সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন জেলে ও মৎস্যজীবি ও বন বিভাগ সূত্র জানায়, প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গোপসাগরের সুন্দরবন উপকুলের দুবলার চর এলাকায় গত নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ৫ মাস ব্যাপী সাগরে শীতকালীন মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণ মৌসুম। এ সময় জেলে ও মৎস্যজীবীরা নৌকা ও ট্রলারে করে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণের পর তা সুন্দরবনের বিভিন্ন চরে শুঁটকি প্রক্রিয়াজাতকরণ করে থাকে। এ সময় সুন্দরবন উপকূলের হাজার হাজার জেলে ও মৎস্যজীবীরা কোটি কোটি টাকা লগ্নি করে এখানে মাছ আহরণ ও শুঁটকি তৈরীতে জড়ো হন। সাগর থেকে মৎস্য আহরণ ও শুঁটকি তৈরীকে কেন্দ্র করে সুন্দরবনের পুরো উপকূল এলাকায় জেলে ও মৎস্যজীবীরা বিভিন্ন কর্মযজ্ঞে ব্যাপক ব্যস্ত সময় পার করে থাকেন।
কিন্তু এবারের চিত্র কিছুটা ভিন্ন। জেলে ও মৎস্যজীবীদের মনে শান্তি নেই। বিরাজ করছে দারুণ হতাশা আর উৎকন্ঠা। সাগরে মাছ সংকটে বিপাকে পড়েছেন জেলে মৎস্যজীবীরা। গত প্রায় দু’মাসের তিন ‘গোন’ (অমাবশ্যা ও পূর্ণিমার সময়কাল) সময় ধরে সাগরে জাল ফেলে তেমন কোন মাছ পাচ্ছেন না তারা। মাছ না পেয়ে জেলে মহাজনরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সাম্প্রতিক সময় বঙ্গোপসাগরে সৃষ্ঠ ঘূর্ণিঝড় “ফিনজাল” ও গত পূর্ণিমার গোণে সাগরে লঘু চাপ ও বৃষ্টির কারণে সমুদ্র উত্তাল থাকাসহ সৃষ্ট সার্বিক পরিস্থিতির কারণে এ মৌসুমে এখন পর্যন্ত সাগরে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না বলে জেলে মৎস্যজীবীরা দাবি করেছেন।
দুবলার চরের আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, গত দেড় মাসে ৩ গোন যাবৎ সাগরে জাল ফেলে কোন মাছ পাওয়া যাচ্ছেনা। ২/৩ ঘন্টা ট্রলার চালিয়ে সাগরের গভীরে গিয়েও জাল ফেলে মাছ পাওয়া যায়না । ট্রলারের তেল খরচের টাকাও উঠছেনা। গত ২৫/৩০ বছরের মধ্যে দুবলার শুঁটকি জেলেরা এমন মাছ সংকটে পরেনি বলে তিনি জানান।
আলোর কোলের মৎস্য ব্যবসায়ী শুধাংস বিশ্বাস ও শেলার চরের মৎস্য ব্যবসায়ী সেকেন্দার আলী বলেন, দীর্ঘ ৩০/৩৫ বছর ধরে সাগরের এ মাছের ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিন্তু এ বছরের মতো এতো মাছ সংকট আর কখনও তিনি দেখেননি। তারা আরো জানান, এ অবস্থা চলতে থাকলে আমাদের পুঁজি ঊঠবে না। অনেকেই সুদে টাকা কর্জ আর মহাজনদের কাছ থেকে ধার দেনা করে মাছ আহরণে এসেছেন। এবার সাগরে পর্যাপ্ত মাছ না পেলে তারা সেই ধার দেনা ও সুদের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়ে বড় দুঃচিন্তায় রয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, গত তিন গোণে সাগরে তেমন পর্যাপ্ত তেমন মাছ না পাওয়ায় জেলে ও মহাজনরা বিপুল অংকের আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। বর্তমানে মাছ না থাকায় সুন্দরবনের বিভিন্ন চরের মাছ শুঁকানোর চাতাল ও মাচা মাছের অভাবে খা খা করছে।
জেলে পল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, সাগরের জেলেরা তেমন মাছ না পাওয়ায় বন বিভাগের এ মৌসুমে রাজস্ব ঘাটতির আশংকা রয়েছে। তিনি বলেন, পর পর তিন গোণে সমুদ্রে বৈরী আবহাওয়া বিরাজ করায় সাগরে পর্যাপ্ত মাছ পাচ্ছেন না বলে জেলেদের ধারণা। বর্তমানে মৌসুমী বায়ুর তোড়ে সমুদ্র উত্তাল রয়েছে। অন্যান্যবার এ সময়ে প্রায় দু’কোটি টাকার কাছাকাছি রাজস্ব আয় হলেও এবার মাছ সংকটে তা অর্ধেকে নেমে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি নেমে এসেছে।
পূর্ব সুন্দরবনের ডিএফও (বিভাগীয় কর্মকর্তা) কাজী নুরুল করিম জানান, সাগরে জেলেদের জালে মাছ ধরা পড়া সম্পূর্ণ প্রাকৃতিক বিষয়। এখানে বন বিভাগের কিছুই করার নেই। এ মৌসুমে জেলেরা পর্যাপ্ত মাছ না পাওয়ায় বন বিভাগের টার্গেট প্রায় ৮ কোটি টাকা রাজস্ব আয়ে বিরুপ প্রভাব পড়ার আশংকা দেখা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল জানান, সাম্প্রতিককালে সাগরে আবহাওয়ার যে পরিস্থিতি বিরাজ করছে তাতে জেলেদের জালে মাছ কম ধরা পড়তে পারে তবে আগামীতে এ সংকট কেটে পর্যাপ্ত মাছ পাওয়া যেতে পারে বলে তিনি মনে করেন। এ ছাড়া বিস্তারিত জানতে সরেজমিনে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা শিগগির সমুদ্র এলাকা পরিদর্শন করবেন বলে তিনি জানান।
অপরদিকে ময়মনসিংহ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটের সাবেক মৎস্য গবেষক ড.আনিসুর রহমান বলেন, সাগরে জলবায়ু তারতম্যের কারণে সাময়িকভাবে মাছ ধরা নাও পড়তে পারে। আরো কিছুদিন না দেখে সঠিক মন্তব্য করা যাবেনা।