ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টানা দুর্ঘটনা
১৩ মাসের শিশু নিয়ে মাওয়া ঘুরতে যাওয়া পান্না বণিক নিহত

- সময় ১২:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / 62
ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার ঘটল। মাত্র ১৩ মাসের শিশু সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন মা পান্না বণিক। কিন্তু তিনি চলে গেলেন না ফেরার দেশে।
আজ সোমবার ভোর ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
ওসি বলেন, ‘রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়ি দুটি আটক করা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তিনি আরও জানান, মুন্সীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজার কাছে কুচিয়ামোড়া এলাকায় ঢাকামুখী প্রাইভেটকারে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পান্না বনিক (৩৫) নিহত হন। এছাড়া আহত হন প্রাইভেটকারের যাত্রী শিল্পী ঘোষ, দীপ্ত বনিক, ঈশিতা ঘোষ, নিহত পান্নার ১৩ মাসের শিশু ও কাভার্ডভ্যান চালক মো. মাহফুজ।’
নিহত পান্না বনিক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার খোকন রায়ের স্ত্রী। তারা কিশোরগঞ্জ থেকে মাওয়া ঘুরতে গিয়েছিলেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর ছয়টার দিকে খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে যাই। স্থানীয় ও আহতদের কাছ থেকে জানতে পারি, কুয়াশার কারণে দেখা না যাওয়ায় কাভার্ডভ্যানটি পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা মারে। পরে আরেকটি কাভার্ডভ্যান ওই কাভার্ডভ্যানটিকে ধাক্কা মারে।
এর আগে, গতকাল রোববার সকালে ঘন কুয়াশার কারণে এই মহাসড়কে দুর্ঘটনায় নিহত হন এক প্রাইভেটকার চালক। আহত হন অন্তত ১৫ জন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited