ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

নিউজ ডেস্ক
  • সময় ১০:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 10

উখিয়া

কক্সবাজারের উখিয়ায় উপজেলায় রাস্তার সীমানা বিরোধের জেরে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন৷

অভিযোগে উল্লেখ আছে, আব্দুল আজিজের বসতবাড়ির সীমানার ঘেরা-টেংরা দিয়ে বাসায় চলে যায়৷ হঠাৎ করে এলাকার কিছু লোক সীমানার ঘেরা-টেংরা লম্বা দা কিরিচ দিয়ে এলোপাতাড়ি ভাবে কেটে ছিড়ে ফেলেন৷ এসময় আমি (আব্দুল আজিজ) বাঁধা দিলে আমাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করেন হলদিয়াপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকার মৃত মো ইসমালের পুত্র আব্দুল খালেক(৫৫) ও আবুল মনজুর(৪২) এবং একই এলাকার মৃত মোজাফফর আহমদের পুত্র মোহাম্মদ ছাবের(৫০), তাহের আহমদ(৪২)।

অভিযোগে আরও উল্লেখ করেন, আমার ঘেরা-টেংরা পরিকল্পিত ভাবে নষ্ট করে আমাকে হত্যার পরিকল্পনা করেছেন। তাঁরা ৪ জন আমাকে মারার জন্য লম্বা দা, কিরিচ, লাঠিসোঁটা দিয়ে আমাকে মারতে আসেন৷ তাঁরা আমাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করার সময় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়৷ চিকিৎসা শেষে বাসায় বিশ্রাম নিয়েছি৷

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান সিকদার জানান, হলদিয়াপালং ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আবদুল খালেকের নেতৃত্বে আব্দুল আজিজ কে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করা হয়৷ পরে আমরা এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করায়৷ আমরা না থাকলে তাকে হত্যা করা হতো৷

অভিযোগকারী আব্দুল আজিজ জানান, গত ১৬ ডিসেম্বর চলাচলের রাস্তার সীমানা তাদেরকে দিয়ে ঠিক করে ঘেরা-টেংরা দেওয়া হয়৷ পরে আব্দুল খালেকের নেতৃত্বে আমার সীমানায় দেওয়া ঘেরা-টেংরা দা কিরিচ দিয়ে কেটতে থাকলে আমি বাঁধা দিলে আমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করেছেন৷ পরে এলাকাবাসীর সহযোগিতায় আমি বেচে আছি৷ এবিষয়ে উখিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি৷ আমি উখিয়া থানা সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ আমার জীবনের নিরাপত্তা চাই পাশাপাশি ঘটে যাওয়া হত্যা চেষ্টার সুস্থ বিচার চাই৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, সীমানা বিরোধের কারণে শ্বাসরোধ করে আব্দুল আজিজ নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পেয়েছি৷ এ ঘটনায় তদন্তের জন্য এএসআই ইলিয়াস কে নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

উখিয়ায় শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

সময় ১০:৪৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারের উখিয়ায় উপজেলায় রাস্তার সীমানা বিরোধের জেরে আব্দুল আজিজ (৩০) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে উখিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন৷

অভিযোগে উল্লেখ আছে, আব্দুল আজিজের বসতবাড়ির সীমানার ঘেরা-টেংরা দিয়ে বাসায় চলে যায়৷ হঠাৎ করে এলাকার কিছু লোক সীমানার ঘেরা-টেংরা লম্বা দা কিরিচ দিয়ে এলোপাতাড়ি ভাবে কেটে ছিড়ে ফেলেন৷ এসময় আমি (আব্দুল আজিজ) বাঁধা দিলে আমাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করেন হলদিয়াপালং ইউনিয়নের হাজির পাড়া এলাকার মৃত মো ইসমালের পুত্র আব্দুল খালেক(৫৫) ও আবুল মনজুর(৪২) এবং একই এলাকার মৃত মোজাফফর আহমদের পুত্র মোহাম্মদ ছাবের(৫০), তাহের আহমদ(৪২)।

অভিযোগে আরও উল্লেখ করেন, আমার ঘেরা-টেংরা পরিকল্পিত ভাবে নষ্ট করে আমাকে হত্যার পরিকল্পনা করেছেন। তাঁরা ৪ জন আমাকে মারার জন্য লম্বা দা, কিরিচ, লাঠিসোঁটা দিয়ে আমাকে মারতে আসেন৷ তাঁরা আমাকে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করার সময় এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়৷ চিকিৎসা শেষে বাসায় বিশ্রাম নিয়েছি৷

প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান সিকদার জানান, হলদিয়াপালং ইউনিয়ন স্বাস্থ্য সহকারী আবদুল খালেকের নেতৃত্বে আব্দুল আজিজ কে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করা হয়৷ পরে আমরা এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করায়৷ আমরা না থাকলে তাকে হত্যা করা হতো৷

অভিযোগকারী আব্দুল আজিজ জানান, গত ১৬ ডিসেম্বর চলাচলের রাস্তার সীমানা তাদেরকে দিয়ে ঠিক করে ঘেরা-টেংরা দেওয়া হয়৷ পরে আব্দুল খালেকের নেতৃত্বে আমার সীমানায় দেওয়া ঘেরা-টেংরা দা কিরিচ দিয়ে কেটতে থাকলে আমি বাঁধা দিলে আমাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা চেষ্টার করেছেন৷ পরে এলাকাবাসীর সহযোগিতায় আমি বেচে আছি৷ এবিষয়ে উখিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি৷ আমি উখিয়া থানা সহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ আমার জীবনের নিরাপত্তা চাই পাশাপাশি ঘটে যাওয়া হত্যা চেষ্টার সুস্থ বিচার চাই৷

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন জানান, সীমানা বিরোধের কারণে শ্বাসরোধ করে আব্দুল আজিজ নামে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগ পেয়েছি৷ এ ঘটনায় তদন্তের জন্য এএসআই ইলিয়াস কে নির্দেশ দেওয়া হয়েছে৷ তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।