ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রেড এলার্ট নিয়ে তাজুল ইসলামের তথ্য সঠিক নয়

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৯:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 30

শেখ হাসিনা-তাজুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের দেয়া আওয়ামী লীগের সভাপতি ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্যটি সঠিক নয়। রোববার (২২ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর গণমাধ্যমে এ তথ্য জানান।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। সারাদিন এ সংক্রান্ত নিউজ প্রকাশ করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম।

পুলিশ
পুলিশ

তবে পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর বলেন, ‘রেড নোটিশ জারির জন্য অনেক আগেই চিঠি দেওয়া হয়েছিল। তবে সেটি এখনো কার্যকর হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই।’

সাধারণত কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তার ছবিসহ ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু ইন্টারপোল ওয়েবসাইটের বাংলাদেশ অংশে এখন পর্যন্ত শেখ হাসিনার ছবিসহ নাম নেই।

গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

শেয়ার করুন

রেড এলার্ট নিয়ে তাজুল ইসলামের তথ্য সঠিক নয়

সময় ০৯:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের দেয়া আওয়ামী লীগের সভাপতি ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্যটি সঠিক নয়। রোববার (২২ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর গণমাধ্যমে এ তথ্য জানান।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছিলেন। সারাদিন এ সংক্রান্ত নিউজ প্রকাশ করে বাংলাদেশের প্রায় সব গণমাধ্যম।

পুলিশ
পুলিশ

তবে পুলিশ সদরদপ্তরের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর বলেন, ‘রেড নোটিশ জারির জন্য অনেক আগেই চিঠি দেওয়া হয়েছিল। তবে সেটি এখনো কার্যকর হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই।’

সাধারণত কারো বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তার ছবিসহ ইন্টারপোলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু ইন্টারপোল ওয়েবসাইটের বাংলাদেশ অংশে এখন পর্যন্ত শেখ হাসিনার ছবিসহ নাম নেই।

গত ১০ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শেখ হাসিনা ও আওয়ামী লীগের পলাতক নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।