ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে কারখানায় আগুন, নিহত একজন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
  • সময় ০৫:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • / 18

শ্রীপুরে কারখানায় আগুন

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট এখনো কাজ করে যাচ্ছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানান গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমাদের ৭টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন ভাংনাহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর দেড়টার দিকে ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির ওই কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখান থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকরা চিৎকারে চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। ততোক্ষণে আগুনের ভয়াবহতা চারপাশে ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

শ্রীপুরে কারখানায় আগুন, নিহত একজন

সময় ০৫:২৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট এখনো কাজ করে যাচ্ছে।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানান গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরি কারখানায় লাগা আগুনে একজনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আমাদের ৭টি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে।

এর আগে দুপুর দেড়টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন ভাংনাহাটি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, রোববার দুপুর দেড়টার দিকে ভাংনাহাটি এলাকায় বোতাম তৈরির ওই কারখানায় হঠাৎ বয়লার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেখান থেকে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। এসময় কারখানার শ্রমিকরা চিৎকারে চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। ততোক্ষণে আগুনের ভয়াবহতা চারপাশে ছড়িয়ে গেলে পার্শ্ববর্তী জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে।