ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের জাতীয় ধর্ম হিন্দু: যোগী আদিত্যনাথ

নিউজ ডেস্ক
  • সময় ০১:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • / 19

যোগী আদিত্যনাথ

সনাতন বা হিন্দু ধর্মই ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করলেন দেশটির বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার (২০ ডিসেম্বর) এক হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই মন্তব্য করেন গেরুয়া পরিহিত হিন্দু পুরোহিত থেকে রাজনীতিক বনে যাওয়া এই কট্টর নেতা। খবর ইন্ডিয়া টুডের।

যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম এবং এটি রক্ষা করা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি ধর্ম ও সংস্কৃতি কীভাবে সমাজে ইতিবাচকতা ও শান্তি সঞ্চার করে সেটাও তুলে ধরেন।

ভারতের হিন্দু মন্দিরের ওপর কথিত ঐতিহাসিক আক্রমণের দাবি করে তিনি বলেন, যারা এই পবিত্র স্থানগুলোকে অপবিত্র করেছিল, তাদের বংশধররা আজ ধ্বংস হয়ে গেছে।

এ সময় তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেব ও তার বংশধরদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন। যোগী আদিত্যনাথ বলেন, আজ আওরঙ্গজেবের বংশধররা রিকশা চালাচ্ছে। তাদের এই অবস্থা তাদের ধ্বংসাত্মক কাজের ফল। যদি তারা ধর্মের পথ অনুসরণ করত এবং মন্দির ধ্বংস থেকে বিরত থাকত, তবে কি তারা এই অবস্থায় থাকত?

সতরো শতকের মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্তমান ভারতের ইতিহাসে একটি বিতর্কিত নাম। একদিকে তিনি দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসিত, অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, তার শাসনামলে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে।

তবে যোগী আদিত্যনাথের শুক্রবারের এই মন্তব্যের পরপরই ভারতের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম হয়েছে। তার এই বক্তব্যের নিন্দা জানিয়ে ভারতীয় বিরোধী দলীয় নেতারা বলছেন, এটি ঐতিহাসিক তথ্যের অপব্যাখ্যা। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতেই তিনি এই মন্তব্য করেছেন।

শেয়ার করুন

ভারতের জাতীয় ধর্ম হিন্দু: যোগী আদিত্যনাথ

সময় ০১:১৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সনাতন বা হিন্দু ধর্মই ভারতের জাতীয় ধর্ম বলে মন্তব্য করলেন দেশটির বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার (২০ ডিসেম্বর) এক হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে এই মন্তব্য করেন গেরুয়া পরিহিত হিন্দু পুরোহিত থেকে রাজনীতিক বনে যাওয়া এই কট্টর নেতা। খবর ইন্ডিয়া টুডের।

যোগী আদিত্যনাথ বলেন, সনাতন ধর্ম ভারতের জাতীয় ধর্ম এবং এটি রক্ষা করা প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তিনি ধর্ম ও সংস্কৃতি কীভাবে সমাজে ইতিবাচকতা ও শান্তি সঞ্চার করে সেটাও তুলে ধরেন।

ভারতের হিন্দু মন্দিরের ওপর কথিত ঐতিহাসিক আক্রমণের দাবি করে তিনি বলেন, যারা এই পবিত্র স্থানগুলোকে অপবিত্র করেছিল, তাদের বংশধররা আজ ধ্বংস হয়ে গেছে।

এ সময় তিনি মুঘল সম্রাট আওরঙ্গজেব ও তার বংশধরদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন। যোগী আদিত্যনাথ বলেন, আজ আওরঙ্গজেবের বংশধররা রিকশা চালাচ্ছে। তাদের এই অবস্থা তাদের ধ্বংসাত্মক কাজের ফল। যদি তারা ধর্মের পথ অনুসরণ করত এবং মন্দির ধ্বংস থেকে বিরত থাকত, তবে কি তারা এই অবস্থায় থাকত?

সতরো শতকের মুঘল সম্রাট আওরঙ্গজেব বর্তমান ভারতের ইতিহাসে একটি বিতর্কিত নাম। একদিকে তিনি দক্ষ প্রশাসক হিসেবে প্রশংসিত, অন্যদিকে বিজেপি নেতাদের দাবি, তার শাসনামলে হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছে।

তবে যোগী আদিত্যনাথের শুক্রবারের এই মন্তব্যের পরপরই ভারতের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম হয়েছে। তার এই বক্তব্যের নিন্দা জানিয়ে ভারতীয় বিরোধী দলীয় নেতারা বলছেন, এটি ঐতিহাসিক তথ্যের অপব্যাখ্যা। সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতেই তিনি এই মন্তব্য করেছেন।