ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কি.মি. এলাকায় যানজট
- সময় ১১:২১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
- / 21
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের পৌলি থেকে যমুনা সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
বুধবার (১৯ ডিসেম্বর) মধ্যরাতে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর এই যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. নান্নু খান জানান, রাত ১০টার দিকে কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে সড়কের দুই পাশে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে এবং তীব্র শীতে চালক ও যাত্রীদের ভোগান্তি শুরু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরানো হলেও, ঘন কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করতে পারছে না। সড়কের কোথাও কোথাও থেমে থেমে, আবার কোথাও ধীরগতিতে গাড়ি চলাচল করছে।
যানজট নিরসনে কাজ করছে পুলিশ, তবে কুয়াশা ও ধীরগতি চলাচলের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।