মোংলায় আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে মানববন্ধন
- সময় ০২:৫০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / 79
ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিভাজন তৈরির চক্রান্ত চলছে। এ ধরনের ষড়যন্ত্র আমাদের সামাজিক বন্ধন, ধর্মীয় সম্প্রীতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিশেষত, সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় সংগঠনের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে, যা আমাদের সহাবস্থানের পরিবেশকে নষ্ট করার সম্ভাবনা তৈরি করছে। এই পরিস্থিতিতে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনের করেন বক্তারা।
বুধবার (১৮ ডিসেম্বার ) সকালে বাগেরহাটের মোংলা প্রেসক্লাবের সমানে মানববন্ধনে এমন দাবি জানানো হয় । তারা বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বানে সংঘাত নয়-ঐক্যের বাংলাদেশ গড়ি, সহিংসতা বন্ধ করি, সম্প্রীতির বাংলাদেশ গড়ি, সম্প্রীতির পথে, এগিয়ে চলি একসাথে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি, গণতান্ত্রিক চেতনা লালন করি, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি উপরোক্ত শ্লোগানের আলোকে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইযৃথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) আয়োজিত মানববন্ধন কর্মসূচি উদযাপন করা হয়।
বক্তব্য রাখেন মোংলা বিএনপির পৌর সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক শাজাহান ফকির, বাবলু ভুইয়া, পৌর মহিলা দলের সহ-সভানেত্রী দুলিয়া সরদার দুলি,পিএফজি এ্যাম্বাসেডর ও চাদপাই ইউনিয়ন বিএনপির সভাপতি সাকির হোসেন,মাওলানা মাহামুদুল হাসান,অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার মন্ডল,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ওয়াইপিএজি কো-অর্ডিনেটর মোঃ নাছির মোসাল্লী , চাদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বাচ্ছু , এমআইপিএস প্রকল্পের ফিল্ড মো: রেজবিউল কবির প্রমুখ ।
এছাড়াও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ব্যক্তি ও স্থানীয় কলেজের শিক্ষার্থীরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।