শিরোনাম
নারীসহ আবাসিক হোটেলে থেকে আওয়ামী লীগ নেতা আটক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
- সময় ০৪:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 26
সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ আওয়ামী লীগ নেতা আজমল হোসেন সেলিমকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট নগরীর লালবাজারস্থ হোটেল আল-জালাল‘র ২১৭ নং রুম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আজমল হোসেন সেলিম কোম্পানীগঞ্জ দক্ষিণ রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক।
তিনি বলেন, হোটেল আল-জালালের একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে অবস্থান করছিলেন সেলিম ও পারভীন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করেছে। হোটেলের রেজিস্ট্রার খাতায় পারভীনকে নিজের স্ত্রী বলে উল্লেখ করা হয়েছে। তবে সে সত্যি তার স্ত্রী কিনা সেটা যাচাই-বাছাই করা হচ্ছে।
সেলিমের বিরুদ্ধে থানায় কোনো মামলা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখনো নিশ্চিত হতে পারিনি।