যুক্তরাষ্ট্রে খ্রিস্টান স্কুলে বন্দুক হামলায় তিনজন নিহত
- সময় ১১:১৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- / 23
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি বেসরকারি খ্রিস্টান স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে এক শিক্ষক ও দুই শিক্ষার্থীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই বন্দুকধারী শিক্ষার্থীও রয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী শিক্ষার্থীর বয়স ১৫ বছর। তার নাম নাটালি রুপনো। সে স্কুলে প্রবেশ করার পর প্রথমে শ্রেণীকক্ষে এলোপাতাড়ি গুলি চালিয়ে তার এক শিক্ষক ও এক সহপাঠীকে হত্যা করেছে। একইসঙ্গে আরও ছয়জনকে গুলি করে আহত করেছে। এরপর নিজেকে নিজেই গুলি করে আত্মহত্যা করেছে।
গত সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসনের অ্যাবান্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে এ মর্মান্তিক বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে। এখানো সর্বোমোট প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে।
ম্যাডিসনের পুলিশ প্রধান শন বার্নস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,গুলিবিদ্ধ দুই শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তবে আশা করা হচ্ছে, গুলিবিদ্ধ বাকি তিন শিক্ষার্থী ও এক শিক্ষক বেঁচে ফিরতে পারবেন।
তিনি আরও জানান, হামলাকারী শিক্ষার্থীর নাম নাটালি রুপনো। সে সামান্তা নামেও পরিচিত। আর ৯১১ নম্বরে ফোন দিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্র স্কুলে গোলাগুলির এ খবর দিয়েছে। যার বয়স সাত বা আট হবে। বিষয়টি তাদেরকে এক মিনিটের জন্য অবাক করেছিল।
দেশটিতে স্কুলে কোনো মেয়ের দ্বারা বন্দুক হামলা পরিচালিত হওয়ার ঘটনা খুবই বিরল। গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে যত বন্দুক হামলার ঘটনা ঘটে, তার মাত্র ৩ শতাংশ ঘটে নারীদের দ্বারা।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ হামলার কারণ জানা যায়নি। বন্দুকধারীর পরিবার এ ঘটনার তদন্তে সহযোগিতা করছে।
ম্যাডিসনের মেয়র সত্য রোডস-কনওয়ে বলেছেন, ‘বন্দুক সহিংসতা রোধে আমাদের দেশ ও কমিউনিটিতে আরও ভালো কিছু করতে হবে।’
কে-১২ স্কুল শুটিং ডেটাবেজ ওয়েবসাইটের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চলতি বছর স্কুলে ৩২২টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ১৯৬৬ সালের পর দেশটির স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটিই। ওই বছরের পর যুক্তরাষ্ট্রের স্কুলে সর্বোচ্চ বন্দুক হামলার ঘটনা ঘটেছিল গত বছর। ২০২৩ সালে দেশটির স্কুলে বন্দুক হামলার ৩৪৯ টি ঘটনা ঘটেছিল।