ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় বৃত্তি শিক্ষার্থীরা মেধা বিকাশে ভূমিকা রাখছে

নিজস্ব প্রতিবেদক, উখিয়া
  • সময় ১১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / 23

উখিয়ায় মেধাবী শিক্ষার্থীরা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ‘থাইংখালী শিক্ষক পরিবার’ আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখছে মন্তব্য করে উখিয়া প্রথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আখন্দ। তিনি বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ‘থাইংখালী শিক্ষক পরিবার’ আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দ্বিতীয় বারের মতো মতো উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত পালংখালী ইউনিয়ন পর্যায়েয় তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণির স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে। যা দীর্ঘদিন পর শিক্ষার বিস্তরণে অনন্য ভুমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল৷

এতে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উর্ত্তীর্ণ হয়েছেন মোট ৫৭ জন৷ সেখানে তৃতীয় শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৪ জন এবং সাধারণে ১০ জন৷ চতুর্থ শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৬ জন এবং সাধারণে ১৬ জন এবং পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৭ জন এবং সাধারণে ১৫ জন৷

উক্ত মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গুণী ব্যক্তিবর্গরা৷

পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, এটা হচ্ছে আমার জীবনের প্রথম পরীক্ষা। আগে কখনো বৃত্তি পরীক্ষা দেয়নি। থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষার প্রশ্ন খুব ভালো লেগেছে। বার্ষিক পরীক্ষার পরে এ ধরনের পরীক্ষা আমার জন্য সহজ হয়েছে৷

অভিভাবক মনজুর আলম জানান, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষার পরে পরীক্ষা ভীতি কমে যাবে। প্রতি বছর এভাবে চলতে থাকুক এই বৃত্তি পরীক্ষা৷

মেধাবীদের মাঝে উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা
মেধাবীদের মাঝে উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা

থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষা ২০২৪ পরিদর্শন শেষে পরিদর্শকরা জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলছে। শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

পরীক্ষাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন থাইংখালী শিক্ষক পরিবার সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুল, পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সবুজ শাহরিয়ার। কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন। বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন আক্তারুল জলিল এবং সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন রিদুয়ানর রহমান৷ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থাইংখালী শিক্ষক পরিবার এর সাধারণ সম্পাদক হাফেজ বেলাল উদ্দিন মমতাজ, অর্থ সম্পাদক আরিফ মামুন সহ অত্র সংগঠনের সকল সদস্য ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য৷

এসময় থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষা ২০২৪ এর আয়োজকরা, প্রশাসন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগিতায় দ্বিতীয় বারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।কক্সবাজারের উখিয়া উপজেলার ‘থাইংখালী শিক্ষক পরিবার’ ২০২৩ সালে ০১ জুলাই প্রতিষ্ঠিত হয়৷ এটি মূলত সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা ও ক্রীড়া বান্ধব সংগঠন৷

শেয়ার করুন

উখিয়ায় বৃত্তি শিক্ষার্থীরা মেধা বিকাশে ভূমিকা রাখছে

সময় ১১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে ‘থাইংখালী শিক্ষক পরিবার’ আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মেধা বিকাশে ভূমিকা রাখছে মন্তব্য করে উখিয়া প্রথমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন আখন্দ। তিনি বলেছেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে ‘থাইংখালী শিক্ষক পরিবার’ আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ হল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দ্বিতীয় বারের মতো মতো উখিয়ার রোহিঙ্গা অধ্যুষিত পালংখালী ইউনিয়ন পর্যায়েয় তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণির স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে। যা দীর্ঘদিন পর শিক্ষার বিস্তরণে অনন্য ভুমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল৷

এতে ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে উর্ত্তীর্ণ হয়েছেন মোট ৫৭ জন৷ সেখানে তৃতীয় শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৪ জন এবং সাধারণে ১০ জন৷ চতুর্থ শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৬ জন এবং সাধারণে ১৬ জন এবং পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন ৭ জন এবং সাধারণে ১৫ জন৷

উক্ত মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনে আসেন পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও গুণী ব্যক্তিবর্গরা৷

পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, এটা হচ্ছে আমার জীবনের প্রথম পরীক্ষা। আগে কখনো বৃত্তি পরীক্ষা দেয়নি। থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষার প্রশ্ন খুব ভালো লেগেছে। বার্ষিক পরীক্ষার পরে এ ধরনের পরীক্ষা আমার জন্য সহজ হয়েছে৷

অভিভাবক মনজুর আলম জানান, এমন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষার মাধ্যমে বার্ষিক পরীক্ষার পরে পরীক্ষা ভীতি কমে যাবে। প্রতি বছর এভাবে চলতে থাকুক এই বৃত্তি পরীক্ষা৷

মেধাবীদের মাঝে উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা
মেধাবীদের মাঝে উখিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা

থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষা ২০২৪ পরিদর্শন শেষে পরিদর্শকরা জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলছে। শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।

পরীক্ষাকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন থাইংখালী শিক্ষক পরিবার সভাপতি ও থাইংখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামরুদ্দিন মুকুল, পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সবুজ শাহরিয়ার। কেন্দ্র সচিব এর দায়িত্ব পালন করেন থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন। বৃত্তি পরীক্ষা বাস্তবায়নে আহ্বায়ক এর দায়িত্ব পালন করেন আক্তারুল জলিল এবং সদস্য সচিব এর দায়িত্বে ছিলেন রিদুয়ানর রহমান৷ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন থাইংখালী শিক্ষক পরিবার এর সাধারণ সম্পাদক হাফেজ বেলাল উদ্দিন মমতাজ, অর্থ সম্পাদক আরিফ মামুন সহ অত্র সংগঠনের সকল সদস্য ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য৷

এসময় থাইংখালী শিক্ষক পরিবার বৃত্তি পরীক্ষা ২০২৪ এর আয়োজকরা, প্রশাসন, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের সহযোগিতায় দ্বিতীয় বারের মতো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।কক্সবাজারের উখিয়া উপজেলার ‘থাইংখালী শিক্ষক পরিবার’ ২০২৩ সালে ০১ জুলাই প্রতিষ্ঠিত হয়৷ এটি মূলত সম্পূর্ণ অরাজনৈতিক শিক্ষা ও ক্রীড়া বান্ধব সংগঠন৷