তারেক রহমানের নির্দেশে এ আয়োজন
বিএনপির কনসার্টে বাংলাদেশি তারকাদের চমক
- সময় ১১:১৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
- / 45
দীর্ঘ সময় পর একই কনসার্টে গাইবেন বাংলাদেশের বিখ্যাত- জনপ্রিয় সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, নগরবাউল জেমস, কনকচাঁপা, মনির খান ও বেবী নাজনীনসহ আরো গুণী শিল্পীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নতুন সাংস্কৃতিক প্লাটফর্ম ‘সবার আগে বাংলাদেশ’র আয়োজনে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে যাচ্ছে এ কনসার্ট। এমন কনসার্টে যোগ দিতে উদগ্রীব হয়ে আছেন দেশের নানা পেশার মানুষ। মূলত, এই কনসার্টের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে চমক দেখাতে চায় দলটি। এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ‘সবার আগে বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ঘোষণা দিয়ে বলেন, এবার বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হব। ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘সবার আগে বাংলাদেশ’- জমকালো এ কনসার্টের আয়োজন করেছে।
সম্প্রতি, রাজধানীর গুলশান-১ এ উদয় টাওয়ারে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আরো বলেন, এই সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দেশের মানুষ ২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন পরিবেশে নতুনভাবে বিজয়ের মাস উদযাপনের সুযোগ পাবে।
তিনি বলেন, “গত ১৬-১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে আমরা নিজেদের মতো করে বিজয় দিবস পালন ও উদযাপন করতে পারিনি। এবার বিজয় দিবসে আমরা নতুন প্রত্যাশা নিয়ে, নতুনভাবে বাংলাদেশের জনগণ ও নতুন প্রজন্মের কাছে হাজির হব। আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘সবার আগে বাংলাদেশ’ ১৬ ডিসেম্বরকে সামনে রেখে ব্যাপক কর্মসূচি ও কার্যক্রম প্রণয়ন করেছে।”
এই কনসার্টে বিশিষ্ট সংগীত শিল্পী ও ব্যান্ডদলের মধ্যে- সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, বেবী নাজনীন, মনির খান, কনক চাঁপা, দিলশাদ নাহার কনা, ইমরান মাহমুদুল, প্রীতম, জেফার, মৌসুমী, নগর বাউল (জেমস), ডিফারেন্ট টাচ, অর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, এভয়েডরাফা এবং সোনার বাংলা সার্কাস অংশ নেবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে ‘সবার আগে বাংলাদেশ’ সংগঠনটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সভাপতি এসএম জিলানি ও যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
বিজয় দিবসের এই কনসার্টকে ঘিরে সারাদেশের মানুষের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে। যশোরের বাসিন্দা নবনিতা পাল বাংলা অ্যাফেয়ার্সেকে বলেন, ঢাকায় চাকরি করি ২০ বছর ধরে। আমাদের ছোটবেলার প্রিয় সংগীত শিল্পীরা আবার একসঙ্গে গাইবেন। সত্যি আমি শিহরিত। আমি অব্যশই মানিক মিয়া এভিনিউতে গান শুনতে যাবো। বিজয় দিবসে আমরা গাইবো বাংলাদেশের গান, শুনবো বাংলা গান। এটাই আমার প্রত্যাশা বলেন নবনিতা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকুর রহমান বলেছেন, এমন একটা কনসার্টের প্রত্যাশায় ছিলাম। বিএনপির পক্ষ থেকে যে আয়োজন করার কথা বলা হয়েছে, সত্যি সেটা দেখার ইচ্ছে আছে। কেননা, যারা গান গাইবেন; তারা আমাদের বাংলাদেশের সংস্কৃতির জন্য সম্পদ। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই কনসার্টে যোগ দিবো।