ঢাকা ০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিঘীনালায় পাহাড়ের অংশ দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণ

নিজস্ব প্রতিবেদক, দিঘীনালা
  • সময় ১১:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 72

পাহাড়ের অংশ দখল

পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘীনালায় এবার পাহাড়ের অংশ (ছড়া) দখল করে দোকান নির্মাণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তার লোকজন। জোরপূর্বক বেকারির মালিক মো. কামাল মিয়াকে দিয়ে অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ কাজও চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, দিঘীনালা ৩নং কবাখালী বাজারে পাহাড়ের একটি অংশ (ছড়া) দখল করে দোকান নির্মাণ কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজ এবং তার কয়েকজন সহযোগী।

সরেজমিনে দেখা গেছে, বেকারির জন্য তৈরিকৃত স্থাপনা ছাড়াও প্রায় ৫ ফিট ছড়ার অংশ দখল করা হচ্ছে। এতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলেও বেকারির মালিক মোঃ কামাল মিয়া তার কর্মচারী কর্তৃক স্থাপনা তৈরির কাজ অব্যাহত রয়েছে। ছড়ার উভয় পাড়ের বসবাসকারী লোকজন উক্ত স্হাপনার সাথে মিল রেখে স্থাপনা তৈরি করতে থাকলে এক সময় সম্পুর্ণ ছড়া দখল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

অবৈধভাবে ছড়া দখল করে স্থাপনা তৈরি করায় স্থানীয় লোকজন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং প্রশাসন দ্রুত ছড়াটি দখলমুক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা যায়।

দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা
দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা

এলাকার জনগণ সাংবাদিকসহ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করলে, দীঘিনালা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, যেকোন সময় অভিযান চলবে, আমরা অবগত আছি।

শেয়ার করুন

দিঘীনালায় পাহাড়ের অংশ দখল করে আ.লীগ নেতার দোকান নির্মাণ

সময় ১১:০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

পার্বত্য জেলা খাগড়াছড়ির দিঘীনালায় এবার পাহাড়ের অংশ (ছড়া) দখল করে দোকান নির্মাণ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও তার লোকজন। জোরপূর্বক বেকারির মালিক মো. কামাল মিয়াকে দিয়ে অবৈধভাবে দখল করে ভবন নির্মাণ কাজও চালিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, দিঘীনালা ৩নং কবাখালী বাজারে পাহাড়ের একটি অংশ (ছড়া) দখল করে দোকান নির্মাণ কবাখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মফিজ এবং তার কয়েকজন সহযোগী।

সরেজমিনে দেখা গেছে, বেকারির জন্য তৈরিকৃত স্থাপনা ছাড়াও প্রায় ৫ ফিট ছড়ার অংশ দখল করা হচ্ছে। এতে বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের পানি চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কিছু কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলেও বেকারির মালিক মোঃ কামাল মিয়া তার কর্মচারী কর্তৃক স্থাপনা তৈরির কাজ অব্যাহত রয়েছে। ছড়ার উভয় পাড়ের বসবাসকারী লোকজন উক্ত স্হাপনার সাথে মিল রেখে স্থাপনা তৈরি করতে থাকলে এক সময় সম্পুর্ণ ছড়া দখল হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

অবৈধভাবে ছড়া দখল করে স্থাপনা তৈরি করায় স্থানীয় লোকজন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং প্রশাসন দ্রুত ছড়াটি দখলমুক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বলে জানা যায়।

দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা
দিঘীনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা

এলাকার জনগণ সাংবাদিকসহ দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করলে, দীঘিনালা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, যেকোন সময় অভিযান চলবে, আমরা অবগত আছি।