খাগড়াছড়িতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
- সময় ০৭:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / 43
সারা বিশ্বের মতো খাগড়াছড়িতেও পালিত হয়েছে ৭৭ তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস । দিবসটি উপলক্ষে মানবাধিকার সংগঠন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড খাগড়াছড়িতে বিশাল র্রালী ও আলোচনা সভার আয়োজন করেছে। র্যালীটি সংগঠনের নারানখায়াস্থ অস্থায়ী কার্যালয়ে হতে শুরু করে চেঙ্গী স্কোয়ার পদক্ষিণ শেষে নারানখায়াস্থ কার্যালয়ে এসে শেষ হয় ।
পরে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সংগঠনের জেলা, সকল উপজেলা ও পৌর কমিটির মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড’ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবি শংকর চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক অংচিংনু মারমা। এসময় তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস খাগড়াছড়িতে সফল হয়েছে । আমাদের খাগড়াছড়িতে এই সংগঠনের বয়স মাত্র চার মাস। এই শিশু বয়সে আমরা এত বিশাল একটি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি সকলের আন্তরিক সহযোগিতায়।
পাহাড়ে মানবাধিকার সমুন্নত রাখতে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর খাগড়াছড়ি জেলার প্রতিটি সদস্য আন্তরিকতার সাথে কাজ করছে এবং পুলিশসহ প্রশাসনের সার্বিক সহযোগিতায় সংগঠন অগ্রসর হচ্ছে বলে উল্লেখ করেন বক্তারা।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি ও খাগড়াছড়ি জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি পাঞ ঞা জ্যোতি ভিক্ষু, সহ সভাপতি সুবোধ কুমার চাকমা চাকমা, সাংবাদিক চাইথোয়াই মারমা, পৌর কমিটির সহ সভাপতি জ্ঞান বিকাশ চাকমা , দিঘীনালা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমোদ কুমার মুৎসুদ্দী প্রমুখ ।