ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার কারণে সম্পর্কে প্রভাব ফেলবে না’

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১১:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 38

শেখ হাসিনা

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, ‘ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর বার্তা দেয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয়েছে। মূলত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হলেও সেটি রাজনৈতিক সিদ্ধান্তে হবে। ভারতে তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে ঢাকা। একইসঙ্গে দেশটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাতে অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয়। আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত।

‘সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। এটা এফওসিতে কেন, যে কোনো পর্যায়ে হতে পারে। সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে। দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায়।’

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি (শেখ হাসিনা) একটি বক্তৃতা দিয়েছেন। এটা এই সরকার পছন্দ করছে না এবং তারা যে কথাটা বলেছেন, তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’

পররাষ্ট্র সচিব জানান, ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর বার্তা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। আমরা সবসময় বলেছি, সীমান্ত হত্যা যেন শূন্যের কোটায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে।’

যমুনায় ঢাকা-দিল্লির বরফ গলেছে
যমুনায় ঢাকা-দিল্লির বরফ গলেছে

জসীম উদ্দিন বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না। একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও নানা ধরনের হুমকির বিষয়ে জোরালোভাবে জানানো হয়েছে।’

তিনি জানান, ভারতে চিকিৎসাপ্রার্থীদের ভিসা সহজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা কামনা এবং দেশটিতে আটক বাংলাদেশি জেলে ও অন্যান্য নাগরিককে ফেরত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভারতের পরাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সকালে ঢাকায় আসেন। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন।

অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে।

শেয়ার করুন

‘শেখ হাসিনার কারণে সম্পর্কে প্রভাব ফেলবে না’

সময় ১১:০৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন বলেন, ‘ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর বার্তা দেয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয়েছে। মূলত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হলেও সেটি রাজনৈতিক সিদ্ধান্তে হবে। ভারতে তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বার্তা পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে ঢাকা। একইসঙ্গে দেশটিকে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক না গলাতে অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে জসিম উদ্দিন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে আলোচনা হয়েছে। তাকে ফেরানোর উদ্যোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুরোধ আসার বিষয়। আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত।

‘সিদ্ধান্ত যখন হবে পররাষ্ট্র মন্ত্রণালয় তখন ব্যবস্থা নেবে। এটা এফওসিতে কেন, যে কোনো পর্যায়ে হতে পারে। সেটা কূটনৈতিক পত্রের মাধ্যমেও হতে পারে। দিল্লিতে আমাদের যে মিশন আছে তার মাধ্যমেও জানানো যায়।’

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব বলেন, ‘শেখ হাসিনা ভারতে অবস্থান করে যে বক্তব্য দিচ্ছেন সে বিষয়ে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি (শেখ হাসিনা) একটি বক্তৃতা দিয়েছেন। এটা এই সরকার পছন্দ করছে না এবং তারা যে কথাটা বলেছেন, তার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’

পররাষ্ট্র সচিব জানান, ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে বিভ্রান্তি ও অপপ্রচারের সুযোগ নেই জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর বার্তা দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়। আমরা সবসময় বলেছি, সীমান্ত হত্যা যেন শূন্যের কোটায় নামিয়ে আনা হয়। তাদের দিক থেকে তারা বলেছে, সীমান্তে নানা ধরনের অপরাধ হয়। হত্যাকাণ্ডের সঙ্গে এসব অপরাধের সংযোগ আছে।’

যমুনায় ঢাকা-দিল্লির বরফ গলেছে
যমুনায় ঢাকা-দিল্লির বরফ গলেছে

জসীম উদ্দিন বলেন, ‘বৈঠকে আমরা বলেছি, আমরা কোনো অপরাধ সমর্থন করি না। একইসঙ্গে হত্যাকাণ্ডকেও সমর্থন করি না। কাজেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে কথা বলছি, তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের যে অঙ্গীকার এবং রাজনৈতিক অঙ্গীকার হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনার, সেটার বিষয়ে তারা যেন শ্রদ্ধাশীল থাকে। এ ছাড়া বাংলাদেশের বিভিন্ন মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও নানা ধরনের হুমকির বিষয়ে জোরালোভাবে জানানো হয়েছে।’

তিনি জানান, ভারতে চিকিৎসাপ্রার্থীদের ভিসা সহজ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহায়তা কামনা এবং দেশটিতে আটক বাংলাদেশি জেলে ও অন্যান্য নাগরিককে ফেরত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভারতের পরাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার সকালে ঢাকায় আসেন। এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের মধ্যে এফওসি অনুষ্ঠিত হয়। এতে ঢাকার হয়ে নেতৃত্ব দেন জসীম উদ্দিন।

অন্যদিকে, দিল্লির পক্ষে নেতৃত্বে ছিলেন বিক্রম মিশ্রি। দুই সচিবের মধ্যে একান্ত আলাপসহ প্রায় সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে।