ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুকের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৮:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • / 21

জিএম কাদের

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ ডিসেম্বর রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বানিজ্য অংশিদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

যুক্তরাজ্য হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করেন।

বিএনপি নেতাদের সঙ্গে সারা কুক
বিএনপি নেতাদের সঙ্গে সারাহ কুক

সারাহ কুক গতকাল বিএনপি ও জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন সারাহ কুক

বিএনপির সূত্র জানায়, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় অংশ নেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে চাননি।

শেয়ার করুন

কুকের সঙ্গে জি এম কাদেরের সাক্ষাৎ

সময় ০৮:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ ডিসেম্বর রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে গেলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। এ সময় তারা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বানিজ্য অংশিদারিত্ব বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং পার্টি চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

যুক্তরাজ্য হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের পথ নিয়ে আলোচনা করেন।

বিএনপি নেতাদের সঙ্গে সারা কুক
বিএনপি নেতাদের সঙ্গে সারাহ কুক

সারাহ কুক গতকাল বিএনপি ও জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে বলে এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন সারাহ কুক

বিএনপির সূত্র জানায়, হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন ও নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় অংশ নেন। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক হয়েছে। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু বলতে চাননি।