পর্তুগাল থেকে হজ্ব-ওমরার বিশেষ অফার
- সময় ১১:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / 55
ইসলামের অন্যতম স্তম্ভ হজ্ব ও ওমরা ইউরোপ থেকে প্রবাসী মুসলমানদের জন্যে সহজ করতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রশিক্ষকদের দিয়ে সল্প মূল্য এবং সেরা সার্ভিস দিয়ে নানান প্যাকেজ নিয়ে আসছে দিয়ার মাক্কা ট্রাভেলস এন্ড ট্যুরিজম।
গতকাল সন্ধ্যায় লিসবনের স্হানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে দিয়ার মাক্কা ট্রাভেলস এন্ড ট্যুরিজমের ম্যানেজার আমিনুর রশিদ বলেন, ইউরোপের অন্যান্য দেশের পর পর্তুগাল প্রবাসীদের জন্যে আমরা এই প্রথম গ্রুপ ভিত্তিক হজ্ব ও ওমরার বিশেষ প্যাকেজ নিয়ে আসছি।
তিনি আরো বলেন, আমরা আশা করি মক্কা মদিনায় আমাদের ফাইভ স্টার হোটেল এবং এক্সক্লুসিভ মডেলের গাড়ী এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের দিয়ে হজ্ব ও ওমরা সহ নানান সুযোগ সুবিধা প্রবাসীরা অল্প মূল্যে সেরা সার্ভিসটি পাবেন।
আগামী ১৮ থেকে ২৯ ই ডিসেম্বর আমাদের প্রথম গ্রুপ পর্তুগালের বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা জুনায়েদ ক্বাসিমীর নেতৃত্বে ওমরা করতে যাবে। উনারা আশার পর পরবর্তী গ্রুপ গুলো পর্যায়ক্রমে যাবে।
মাওলানা জুনায়েদ ক্বাসিমী বলেন, পর্তুগাল থেকে গ্রুপ ভিত্তিক হজ্ব ও ওমরার ব্যবস্থা থাকায় যারা একা যেতে ভয় পান সেই সকল প্রবাসীরা অভিজ্ঞ গাইডের মধ্যমে সহজে ধর্মীয় এই ইবাদত পালন করে আসার সুযোগ পাবেন।
উল্লেখ্য দিয়ার মক্কা ট্রাভেলস এবং ট্যুরিজম হজ্ব এবং ওমরার পাশাপাশি সৌদি আরবের বিখ্যাত সব খেজুরসহ বিভিন্ন আইটেমের জিনিস পত্র বিভিন্ন দেশে অত্যান্ত সুনামের সাথে সরাসরি এক্সপোর্ট করে আসছে।