ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে টোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • / 27

টোয়াব প্রতিনিধির সঙ্গে উপদেষ্টা হাসান আরিফ

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নেতৃবৃন্দ রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, শত শহীদের জীবনের বিনিময়ে একটি ফাসিস্টের পতন ঘটিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে । বীর শহীদদের স্বপ্ন সাম্য-সামাজিক মর্যাদা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার বর্তমান সরকার অন্তহীন প্রয়াস অব্যাহত রেখেছে। তিনি দেশের পর্যটন শিল্পের প্রসারে টোয়াবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে টোয়াব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে টোয়াব প্রতিনিধিদল বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য দ্রুত ই-ভিসার প্রবর্তন, ইনবাউন্ড ট্যুর অপারেটরদের বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কর্তন বন্ধ এবং বৈদেশিক মুদ্রার ওপর ১০ শতাংশ প্রণোদনা প্রদান, পর্যটকদের জন্য বিনোদন, পরিবহন ও আবাসনের বিভিন্ন সরঞ্জামাদি সংগ্রহে রেয়াত সুবিধা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান ।

সেন্টমার্টিন
সেন্টমার্টিন দ্বীপ

এ ছাড়াও টোয়াব নেতৃবৃন্দ সেন্টমার্টিনকে পরিবেশ বান্ধব পর্যটন গন্তব্যে পরিণত করা, বিশ্ব দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে উন্নীত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং টোয়াবের অস্থায়ী সভাপতি আাবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

বিমান ও পর্যটন উপদেষ্টার সাথে টোয়াব প্রতিনিধি দলের সাক্ষাৎ

সময় ০৮:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নেতৃবৃন্দ রোববার (৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, শত শহীদের জীবনের বিনিময়ে একটি ফাসিস্টের পতন ঘটিয়ে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে । বীর শহীদদের স্বপ্ন সাম্য-সামাজিক মর্যাদা ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার বর্তমান সরকার অন্তহীন প্রয়াস অব্যাহত রেখেছে। তিনি দেশের পর্যটন শিল্পের প্রসারে টোয়াবের ভূমিকার প্রশংসা করে আগামী দিনগুলোতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন গন্তব্যে পরিণত করতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে টোয়াব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে টোয়াব প্রতিনিধিদল বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য দ্রুত ই-ভিসার প্রবর্তন, ইনবাউন্ড ট্যুর অপারেটরদের বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কর্তন বন্ধ এবং বৈদেশিক মুদ্রার ওপর ১০ শতাংশ প্রণোদনা প্রদান, পর্যটকদের জন্য বিনোদন, পরিবহন ও আবাসনের বিভিন্ন সরঞ্জামাদি সংগ্রহে রেয়াত সুবিধা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উপদেষ্টার প্রতি আহ্বান জানান ।

সেন্টমার্টিন
সেন্টমার্টিন দ্বীপ

এ ছাড়াও টোয়াব নেতৃবৃন্দ সেন্টমার্টিনকে পরিবেশ বান্ধব পর্যটন গন্তব্যে পরিণত করা, বিশ্ব দিবসকে ‘ক’ শ্রেণির দিবস হিসেবে উন্নীত করার উদ্যোগ দ্রুত বাস্তবায়নে উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

এ সময় বেসামরিক বিমান পরিহন ও পর্যটন সচিব নাসরীন জাহান এবং টোয়াবের অস্থায়ী সভাপতি আাবুল কালাম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি প্রমুখ উপস্থিত ছিলেন।