ভারতকে ধবল ধোলাই, চ্যাম্পিয়ান বাংলাদেশ
- সময় ০৬:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
- / 46
যুব এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারতকে ধবল ধোলাই দিয়ে চ্যাম্পিয়ান হয়েছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের লড়াইয়ে টাইগার যুবারা জিতেছে ৫৯ রানের ব্যবধানে। এই জয়ে বাংলাদেশ অনন্য সাধারণ ক্রিকেটীয় ইতিহাসের অংশ হলো।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটাররা খুব বেশি ভালো কিছু করতে পারেননি। যার ফলে মাত্র ১৯৮ রানে অলআউট হতে হয়েছে আজিজুল হাকিমের দলকে। টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান করেন রিজান হোসেন। ৪৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলতে এই মিডল অর্ডার ব্যাটসম্যান বল খরচ করেছেন ৬৫। চার হাকিয়েছেন ৩ টি। এক ছক্কা ও ৩ চারে অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন মোহাম্মদ সিহান জেমস। তার সংগ্রহ ছিল ৪০ রান। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে উইকেট কিপার ফরিদ হাসান ফয়সাল সংগ্রহ করেন ৪৯ বলে ৩৯ রান।
জবাবে ব্যাট করতে নামা ভারতকে মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি বাংলাদেশের বোলাররা। ইকবাল হোসেন ইমন আর আল ফাহাদ মিলে ভারতীয় যুবাদের বেশ ভালোভাবেই চেপে ধরেছিলো।
ভারতের রান ৩৫ ওভার ২ ব্যাটিং করে ভারত অলআউট হয়ে যায় ১৩৯ রানে। বাংলাদেশের পক্ষে ইকবাল হোসেন ইমন ২৪ রানে ৩ উইকেট নেন। ম্যাচের সবচে ভালো বোলিং করে চমক দেখিয়েছেন টাইগার অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মাত্র ২ দশমিক ২ ওভারে ৮ রান খরচ করেই তিন উইকেট তুলে নেন।
টাইগারদের এই যুব এশিয়া কাপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সবাই জুনিয়র টাইগারদের অভিনন্দন বার্তায় ভাসাচ্ছেন।
১৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ রানেই আয়ুশ মাত্রিকে হারায় ভারত। এরপর ব্যাক্তিগত ৯ রানে আউট আউট হয়ে যান বিভাব সূর্যবংশি। আন্দ্রে সিদ্ধার্থ করেন ২০ রান। ২১ রান করে আউট হন কেপি কার্তিকিয়া। নিখিল কুমার শূন্য রানে আউট হন। ৬ রানে হারভানস পাঙ্গালিয়া আউট হন।