ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পলকের শ্যালিকা দৃষ্টির ঝলক

নিজস্ব প্রতিবেদক, নাটোর
  • সময় ১২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪
  • / 137

পলকের শ্যালিকা দৃষ্টির ঝলক

আলোচিত-সমালোচিত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৫ আগস্ট পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে হত্যা মামলায় তিনি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন। সেখান থেকে গত সোমবার ২ ডিসেম্বর তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। আদালতে দাঁড়িয়ে নিজের আক্ষেপ ও কষ্টের কথা বলেছেন কথা বলেন জুনায়েদ আহমদ পলক। এর মাঝেই খবরের শিরোনাম হয়েছেন পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি। তিনিও দুলাভাইয়ের মতো ঝলক দেখিয়েছেন বলে মনে করেন নাটোরের রাজনৈতিক সচেতন মানুষরা।

নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শশুর এবং ডা. ফারজানা রহমান দৃষ্টি তারই ভাতিজি।

পলকের শ্যালিকা ফারজানা রহমান (চশমা চোখে)
পলকের শ্যালিকা ফারজানা রহমান (চশমা চোখে)

জানা যায়, খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়ং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করেন।

বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি?

তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়। এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। মানুষের জন্য কাজ করেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার।

তবে ডা. ফারজানাকে কে মঞ্চে তুলেছেন সেটা জানা নেই বলে জানিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

আদালতে পলক বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে’ এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এমন আক্ষেপ জানিয়ে তিনি আরও জানান, ‘৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না।’

তিনি বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে তিনি ডিভিশন পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন জুনায়েদ আহমেদ পলক।

শেয়ার করুন

পলকের শ্যালিকা দৃষ্টির ঝলক

সময় ১২:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

আলোচিত-সমালোচিত সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ৫ আগস্ট পট পরিবর্তনের পর গ্রেপ্তার হয়ে হত্যা মামলায় তিনি এখন কাশিমপুর কারাগারে রয়েছেন। সেখান থেকে গত সোমবার ২ ডিসেম্বর তাকে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়। আদালতে দাঁড়িয়ে নিজের আক্ষেপ ও কষ্টের কথা বলেছেন কথা বলেন জুনায়েদ আহমদ পলক। এর মাঝেই খবরের শিরোনাম হয়েছেন পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি। তিনিও দুলাভাইয়ের মতো ঝলক দেখিয়েছেন বলে মনে করেন নাটোরের রাজনৈতিক সচেতন মানুষরা।

নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শশুর এবং ডা. ফারজানা রহমান দৃষ্টি তারই ভাতিজি।

পলকের শ্যালিকা ফারজানা রহমান (চশমা চোখে)
পলকের শ্যালিকা ফারজানা রহমান (চশমা চোখে)

জানা যায়, খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এ ছাড়া সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে ইয়ং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ ছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জয়িতা অ্যাওয়ার্ড প্রদান করেন।

বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভার মঞ্চে জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা, তাহলে এরাই কি আগামী দিনের বিএনপি?

তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গে মিশতে হয়। এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। মানুষের জন্য কাজ করেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি তার।

তবে ডা. ফারজানাকে কে মঞ্চে তুলেছেন সেটা জানা নেই বলে জানিয়েছেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

আদালতে পলক বলেন, ‘ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে’ এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে এমন আক্ষেপ জানিয়ে তিনি আরও জানান, ‘৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে আমাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ করা ও ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না।’

তিনি বর্তমানে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী হিসাবে তিনি ডিভিশন পাচ্ছেন বলেও অভিযোগ করেছেন জুনায়েদ আহমেদ পলক।