ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জ্যামাইকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
  • সময় ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
  • / 26

চালকের আসনে বাংলাদেশ

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে আছে টাইগাররা।

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তবে ক্রিজে আসা শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম।

৪৭ রানের জুটি গড়েন সাদমান ও দিপু। তবে ২৮ বলে ২৮ রান করে আউট হন দিপু। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ৭০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

নাহিদ রানা
নাহিদ রানা

দলীয় ১১৭ রানে ৮২ বলে ৪৬ রান করে আউট হন সাদমান। তার বিদায়ের পর পরই ৪২ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ। এতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস ও জাকের আলি মিলে চাপ সামাল দেন। ৪১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৭৩ রানে ৩৪ বলে ২৫ রান করে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন জাকের। এ রিপোর্ট লেখার সময় চতুর্থ দিনের খেলা চলছিল। তাজুল ১৪ রান এবং মমিনুল ০ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেও জাকের আলী অপরাজিত আছেন ৪৪ রানে। তার সঙ্গে ব্যাটিং করছেন হাছান মাহমুদ। তার সংগ্রহ ২ রান। চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ২৩৫ রান। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় তাসকিন এবং নাহিদ রানা। দ্বিতীয় টেস্টে এই লিড বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে। এখন লিড ২৭০ করতে পারলেই জয়ের প্রত্যাশায় বোলিংয়ে নামবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।

শেয়ার করুন

জ্যামাইকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ

সময় ০৯:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪

জ্যামাইকা টেস্টে প্রথম ইনিংসে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানার ৫ উইকেট শিকারে ১৪৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ১৮ রানের লিড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে ২১১ রানের লিড নিয়ে শক্ত অবস্থানে আছে টাইগাররা।

১৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মাহমুদুল হাসান জয়। তবে ক্রিজে আসা শাহদাত হোসেন দিপুকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সাদমান ইসলাম।

৪৭ রানের জুটি গড়েন সাদমান ও দিপু। তবে ২৮ বলে ২৮ রান করে আউট হন দিপু। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান। ৭০ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

নাহিদ রানা
নাহিদ রানা

দলীয় ১১৭ রানে ৮২ বলে ৪৬ রান করে আউট হন সাদমান। তার বিদায়ের পর পরই ৪২ রান করে সাজঘরে ফিরে যান মিরাজ। এতে চাপে পড়ে বাংলাদেশ। এরপর লিটন দাস ও জাকের আলি মিলে চাপ সামাল দেন। ৪১ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১৭৩ রানে ৩৪ বলে ২৫ রান করে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন জাকের। এ রিপোর্ট লেখার সময় চতুর্থ দিনের খেলা চলছিল। তাজুল ১৪ রান এবং মমিনুল ০ রানে আউট হয়ে সাজঘরে ফিরলেও জাকের আলী অপরাজিত আছেন ৪৪ রানে। তার সঙ্গে ব্যাটিং করছেন হাছান মাহমুদ। তার সংগ্রহ ২ রান। চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের লিড ছাড়িয়েছে ২৩৫ রান। ব্যাটিংয়ে নামার অপেক্ষায় তাসকিন এবং নাহিদ রানা। দ্বিতীয় টেস্টে এই লিড বাংলাদেশকে চালকের আসনে বসিয়েছে। এখন লিড ২৭০ করতে পারলেই জয়ের প্রত্যাশায় বোলিংয়ে নামবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।