ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
  • সময় ০৭:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 47

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বেশ কিছু স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার উখিয়া উপজেলার টিভি টাওয়ার সংলগ্ন ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-বি তে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। একাধিক দিক থেকে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, আশ্রয়শিবিরের বি-ব্লকের কিছু স্থাপনা পুড়েছে। অগ্নিকাণ্ডে ব্লক-বি-তে ৩৩ জন সদস্যের ৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্র, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র, ওয়াশ এবং শিক্ষা সুবিধাসহ বিভিন্ন স্থাপনা পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস ও এর সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন।

রোহিঙ্গা ক্যাম্পে সেবায় নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা জানান, তাদের একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও আয়েশা আবেদ ফাউন্ডেশনের একটি স্থাপনা পুড়েছে। পাশাপাশি ব্লকের বহু স্থাপনা পুড়ে ক্ষতি হয়েছে।

এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকান্ড

সময় ০৭:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
কক্সবাজারের উখিয়ার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে বেশ কিছু স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার উখিয়া উপজেলার টিভি টাওয়ার সংলগ্ন ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক-বি তে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। একাধিক দিক থেকে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকলেও দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, আশ্রয়শিবিরের বি-ব্লকের কিছু স্থাপনা পুড়েছে। অগ্নিকাণ্ডে ব্লক-বি-তে ৩৩ জন সদস্যের ৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়কেন্দ্র, একটি দক্ষতা উন্নয়ন কেন্দ্র, ওয়াশ এবং শিক্ষা সুবিধাসহ বিভিন্ন স্থাপনা পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুনের উৎস ও এর সম্ভাব্য কারণ খতিয়ে দেখছেন।

রোহিঙ্গা ক্যাম্পে সেবায় নিয়োজিত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এক কর্মকর্তা জানান, তাদের একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও আয়েশা আবেদ ফাউন্ডেশনের একটি স্থাপনা পুড়েছে। পাশাপাশি ব্লকের বহু স্থাপনা পুড়ে ক্ষতি হয়েছে।

এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।