ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 26

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোন বিকল্প নেই। দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ড. ইউনূসের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।

যমুনায় মির্জা ফখরুল
যমুনায় মির্জা ফখরুল

বিগত সময়ের সকল নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

২৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধিদলে আরও আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বিএনপির সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেছেন তারা।

এর আগে ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা। ওই বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয় নিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়, সে জন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছেন।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।

শেয়ার করুন

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি

সময় ০৮:৩৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার (২৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, সামনে কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোন বিকল্প নেই। দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকে সজাগ থাকতে ড. ইউনূসের প্রতি আহবান জানিয়েছে বিএনপি।

যমুনায় মির্জা ফখরুল
যমুনায় মির্জা ফখরুল

বিগত সময়ের সকল নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, পৌরসভা ও সিটি করপোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দিতে হবে।

তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি

এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

২৭ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধিদলে আরও আছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

বিএনপির সূত্রে জানা যায়, দেশের চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম, নির্বাচনী রোডম্যাপ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করেছেন তারা।

এর আগে ২৩ অক্টোবর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা। ওই বৈঠকে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয় নিয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয়, সে জন্য তারা সরকারকে খেয়াল রাখতে বলেছেন।

এদিকে বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে যাবেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন।

সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।