‘বাস্তবতার নিরিখে জলবায়ু পরিবর্তনে কাজ করতে হবে’
- সময় ০১:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / 33
কপ ২৯ সম্মেলনের ফলাফল নিয়ে অসন্তুষ্টি থাকলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আগামী সম্মেলনগুলোয় ভালো ফলাফল আনতে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। সম্প্রতি অনুষ্ঠিত কপ ২৯ সম্মেলনে অংশ নেয়া জলবায়ু বিশেষজ্ঞ, ইউথ অ্যাক্টিভিস্ট ও সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত কপ ২৯ পরবর্তী সংলাপ অনুষ্ঠানে এসব মন্তব্য উঠে আসে আলোচকদের কথায়।
ওশি ফাউন্ডেশন, এফইএস বাংলাদেশ ও ইউথনেট গ্লোবাল সম্মিলিতভাবে এ সংলাপের আয়োজন করে। রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে এ সংলাপের আয়োজন করা হয়।
প্যানেল আলোচক পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তহবিল গঠনে ধনী দেশগুলোর আচরণ হতাশাজনক মন্তব্য করে বলেন, কপ এর স্লোগান কি বলছে তার দিকে না তাকিয়ে বাংলাদেশের মাঠ পরিস্থিতি বিবেচনায় নিয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে। সব সেক্টরকে বিবেচনায় নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন এই বিশেষজ্ঞ । এছাড়াও মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের উপর বিশেষভাবে জোর দেন তিনি।
সংলাপে সরকারের প্রতিনিধি, একাডেমিয়া, থিঙ্ক ট্যাঙ্ক, ট্রেড ইউনিয়ন, যুব প্রতিনিধি, জলবায়ু অ্যাক্টিভিস্ট এবং মিডিয়া প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।
এফইএস বাংলাদেশ আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গারদেস সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে বিশেষজ্ঞ প্যানেলে ড. আইনুন নিশাত ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পরিবেশ ও জলবায়ু) মিসেস নায়োকা মার্টিনেজ ব্যাকস্ট্রম ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ জিয়াউল হক।
অনুষ্ঠানের শুরুতে কপ ২৯ নিয়ে আলাদা প্রেজেন্টেশন দেন ওশি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডঃ এস এম মোরশেদ করেন এবং ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান। ওশি ফাউন্ডেশনের চেয়ারপারসন সাকি রেজওয়ানা ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।