দেশ করেছে ‘স্বাধীন’ ওরা…
- সময় ০৯:০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / 272
দেশ করেছে ‘স্বাধীন’ ওরা.. রক্ত ঢেলে তাজা
সেই সুবাদে ওরাই এখন বঙ্গদেশের রাজা!
একটা দেশে কয়েক কোটি রাজা যখন থাকে
গোল্লা নামের জায়গা তাকে হাতছানিতে ডাকে!
সবাই যখন রাজা তখন কে কার কথা শোনে?
(সচরাচর একটা বাঘই হয় রে রাজা বনে!)
বঙ্গদেশে চলছে এখন ছাত্ররাজের শাসন
ছাত্ররা দেয় শিক্ষা এখন, ছাত্ররা দেয় ভাষণ!
চলছে এখন পথে পথে সশস্ত্র সংগ্রাম
শিক্ষালয়ে যায় না শোনা পড়াশোনার নাম!
কী লাভ পড়ে? পেয়েই গেছে দেশের শাসনভার
নৈরাজ্যের সম্প্রতি নাম দিয়েছে ‘সংস্কার’!
একে নামায়, ওকে আবার বসায় গায়ের জোরে
স্বাধীন হওয়ার সার্থকতা অক্ষরে অক্ষরে!
উন্নত দেশ হওয়ার সকল স্বপ্ন গেছে জলে
অর্থনীতি পঙ্গু হয়ে হাসপাতালে চলে!
পুতুল ওরা? ওদের পিছে সুতো নাড়ায় কারা?
বুলবুলিতে ধান খেয়ে যায়.. ঘুমায় যখন পাড়া!
দেশটা ওদের— আমরা যেন সেথায় ভাড়া থাকি!
হঠাৎ এসে বলতে পারে, প্রচুর ভাড়া বাকি!
তাই বুঝেছি এখন দেশে নীরব থাকাই শ্রেয়
নইলে কবে প্রাণ কেড়ে নেয়.. কিংবা করে হেয়!
আগে ভালো ছিলাম কিনা সেই তুলনা রাখি
“আগের বাঘ ভালো! না, এখনকার কুত্তা”—
ভেবে অশ্রুসজল আঁখি!
কবি: প্রতিষ্ঠাতা নরসিংদী লালন চর্চা কেন্দ্র