ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
  • সময় ০২:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / 25

বিজিবি

সীমান্তে মাদক চোরাচালান নতুন কিছু নয়। এবার ভারতীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।

কুমিল্লার সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার ২৬ নভেম্বর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অধীনস্থ গোলাবাড়ী পোস্টের টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮ বছর) কে আটক করে। আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরার সিপাহজালা জেলার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মাদকদ্রব্য চোরাচালানের দায়ে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারার অপরাধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

সময় ০২:৫৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

সীমান্তে মাদক চোরাচালান নতুন কিছু নয়। এবার ভারতীয় এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা।

কুমিল্লার সদর উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গোলাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার ২৬ নভেম্বর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অধীনস্থ গোলাবাড়ী পোস্টের টহলদল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল সীমান্ত পিলার ২০৮২/১-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে ১০০ বোতল ফেন্সিডিল ও ০১টি মোবাইল ফোনসহ ভারতীয় নাগরিক মেহেদী হাসান (১৮ বছর) কে আটক করে। আটককৃত মেহেদী হাসান ভারতের ত্রিপুরার সিপাহজালা জেলার এনসি নগর গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে।

আটককৃত ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও মাদকদ্রব্য চোরাচালানের দায়ে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারা এবং ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(ক) ধারার অপরাধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।