পাকিস্তানে জাতিগত সহিংসতায় নিহত ১৮
- সময় ১০:২০:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / 28
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জাতিগত সহিংসতায় ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এই তথ্য নিশ্চিত করেছে।
তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এই সংখ্যা ৩০ জনের বেশি। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে পেশোয়ারের স্থানান্তর করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, কুররাম জেলায় শিয়া-সুন্নির মধ্যে এই সংঘর্ষ বাধে। পাকিস্তানে শিয়া-সুন্নির বিরোধ দীর্ঘদিনের। তবে চলতি বছরের জুলাই থেকে সেই বিরোধ সহিংস রূপ নিয়েছে। প্রাণ গেছে বেশ কয়েকজনের।
স্থানীয় বাসিন্দাদের মতে, বহরের চারপাশ থেকে হামলা চালানো হয়। ১৪ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট ধরে চলেছে সংঘর্ষ চলেছে।
কুররমের স্বাস্থ্য কর্মকর্তা ডা. কায়সার আব্বাস নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় বিমান অ্যাম্বুলেন্সে পেশোয়ারে স্থানান্তর করা হবে। নিহতদের মধ্যে সাতজন নারী এবং তিনজন শিশু।
মজলিস-ই-ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম) নেতা সাজিদ কাজমি এই হামলার তদন্তে যৌথ তদন্ত-দল (জেআইটি) গঠনের দাবি জানিয়েছেন। তবে এখনও কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
পারাচিনার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে শুক্রবার সব ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজার বন্ধ ছিল।
এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কুররমে মোবাইল সিগন্যাল বন্ধ রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীর হামলায় ৪২ জন নিহত হয়। যাদের বেশিরভাগই শিয়া সম্প্রদায়ের।