ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের বাড়ি কোথায়?

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৬:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / 114

প্রধান নির্বাচন কমিশনার

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সরকারের সাবেক সচিব এ কে এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকছে। তার বাড়ি কোথায় সেটা জানার আগ্রহ দেখিয়েছেন অনেকে। মূলত তিনি পর্যটন নগরী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সিইসি পদে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেছেন।

সিইসি পদে নিয়োগ পাওয়া নাসির উদ্দীন অভিজ্ঞ একজন আমলা। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিসিএস (প্রশাসন) ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

সার্চ কমিটির কাছে বিএনপি সিইসি হিসেবে যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এ এম এম নাসির উদ্দীনের নাম ছিল। এই পদের জন্য বিএনপি আরেক সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছিল।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাবেক সচিব নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনার হিসেবে আরও চারজনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তারা হলেন— সরকারের সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য যে ১০ জনের নাম প্রস্তাব করেছিল, সেখান থেকে রাষ্ট্রপতি এই পাঁচজনকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে বেছে নিয়েছেন।

শেয়ার করুন

প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের বাড়ি কোথায়?

সময় ০৬:৪৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সরকারের সাবেক সচিব এ কে এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দায়িত্ব থাকছে। তার বাড়ি কোথায় সেটা জানার আগ্রহ দেখিয়েছেন অনেকে। মূলত তিনি পর্যটন নগরী কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সিইসি পদে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ প্রজ্ঞাপনে সই করেছেন।

সিইসি পদে নিয়োগ পাওয়া নাসির উদ্দীন অভিজ্ঞ একজন আমলা। ২০০৯ সালের জানুয়ারিতে তিনি অবসরে যান। অবসরে যাওয়ার আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিসিএস (প্রশাসন) ১৯৭৯ ব্যাচের নিয়মিত একজন কর্মকর্তা। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।

সার্চ কমিটির কাছে বিএনপি সিইসি হিসেবে যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এ এম এম নাসির উদ্দীনের নাম ছিল। এই পদের জন্য বিএনপি আরেক সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছিল।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

সাবেক সচিব নাসির উদ্দীনের নেতৃত্বে নির্বাচন কমিশনার হিসেবে আরও চারজনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তারা হলেন— সরকারের সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সার্চ কমিটি নতুন ইসি গঠনের জন্য যে ১০ জনের নাম প্রস্তাব করেছিল, সেখান থেকে রাষ্ট্রপতি এই পাঁচজনকে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে বেছে নিয়েছেন।