নিষিদ্ধ দীপ্তির প্রেমে…

- সময় ১১:২০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / 378
তোমার দীপ্তি হোক আলোময়,
আমি থাকি অন্ধকারে
নিষিদ্ধ প্রেম আমার,
সংগঠনও নিষিদ্ধ
আসো দীপ্তি একটু নিষিদ্ধ প্রেমে মজি।
না, ভালো লাগছে না।
আমরা তো ভাই,
দিনের বেলায় দুর্বাঘাসে প্রেম খুঁজেছি
তুমি না হয় কর্পোরেট দুনিয়ায়
রঙিন আলোয় চালাও প্রেমের রেলগাড়ি।
আহা কি যে শান্তি!
অ-শান্তির মাকে আব্বা করে
চলছো তুমি,
কারো কোলে, কারো ফুলে
সুরভিত হচ্ছো তুমি দিবারাত্রি!
তোমায় আমরা ভালোবাসি
প্রিয়তমা নিষিদ্ধ দীপ্তি!
(এটা একটি কাল্পনিক গদ্য কবিতা, কারো সঙ্গে মিলে গেলে আমার কোনো দায় নেই, শুভ রাত্রি)
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited

নিষিদ্ধ দীপ্তির প্রেমে…

তোমার দীপ্তি হোক আলোময়,
আমি থাকি অন্ধকারে
নিষিদ্ধ প্রেম আমার,
সংগঠনও নিষিদ্ধ
আসো দীপ্তি একটু নিষিদ্ধ প্রেমে মজি।
না, ভালো লাগছে না।
আমরা তো ভাই,
দিনের বেলায় দুর্বাঘাসে প্রেম খুঁজেছি
তুমি না হয় কর্পোরেট দুনিয়ায়
রঙিন আলোয় চালাও প্রেমের রেলগাড়ি।
আহা কি যে শান্তি!
অ-শান্তির মাকে আব্বা করে
চলছো তুমি,
কারো কোলে, কারো ফুলে
সুরভিত হচ্ছো তুমি দিবারাত্রি!
তোমায় আমরা ভালোবাসি
প্রিয়তমা নিষিদ্ধ দীপ্তি!
(এটা একটি কাল্পনিক গদ্য কবিতা, কারো সঙ্গে মিলে গেলে আমার কোনো দায় নেই, শুভ রাত্রি)