অন্তঃসত্ত্বা গৃহবধূ হত্যায় পুলিশ কর্তকর্তাকে গ্রেপ্তার দাবি
- সময় ১১:৫১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / 86
কেরানীগঞ্জের আলোচিত গৃহবধূ হত্যা সাদিয়া আক্তার বীনা হত্যা মামলার আসামি খুনি (মাষ্টার মাইন্ড) আবদুল কাদের এএসপি এবং স্বামী ঘাতক শিপনসহ সকল আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করছে নিহতের পরিবার ও কেরানীগঞ্জের সাধারণ জনগণ।
সোমবার বেলা ১১টায় এই বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবের সামনে। প্রতিবাদ সমাবেশ উপস্থিত ছিলেন নিহত সাদিয়া আক্তার বীনার পরিবারের সদস্যসহ কেরানীগঞ্জ মডেল থানার সাধারণ জনগণ।
সমাবেশে নিহতের বাবা মোঃ মোতালেব বলেন,‘ আমার মেয়ে হত্যার মূল মাষ্টার মাইন্ড এএসপি আব্দুল কাদের তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমার মেয়েকে হত্যার উদ্দেশ্য রড দিয়ে পিটাতে পিটাতে ছাঁদ থেকে ফেলে দেয়। আমরা আজ অসহায়! আবদুল কাদেরের পুলিশী ক্ষমতার কাছে। মামলা করায় দুই একদিন পর পর আমার বাসায় লোক পাঠায় অস্ত্র দেখিয়ে আমাকে এবং আমাদের হুমকি দিয়ে যায় প্রতিনিয়ত। আমি আমার অন্তঃসত্ত্বা মেয়ে হত্যার বিচার চাই।
নিহতের বড় ভাই হত্যা মামলার বাদী সাদেক হোসেন বাচ্চু বলেন,” প্রতারণার মাধ্যমে খুনি (মাষ্টার মাইন্ড) আবদুল কাদের ও তার স্ত্রী জেরিন তাসমিন আমার বোনের সাথে তার আগের দুই বিবাহিত ভাইয়ের সাথে আমার বোনের বিবাহ সম্পূর্ণ করেন।
এর পর থেকে আব্দুল কাদের এবং তার পরিবার আমার পরিবারের কাছে এবং বোনের কাছে প্রতিনিয়ত যৌতুক দাবী করে আসছিলেন কিন্তু আমি এবং আমার পরিবারের সদস্যরা যৌতুক দিতে অস্বীকার করলে আমার বোনকে শারীরিক ও মানসিকতাভাবে নির্যাতন করে খুনি (মাষ্টার মাইন্ড) আবদুল কাদের ও তার পরিবার। ঢাকা মেডিকেল এ আমার বোনের লাশ হস্তান্তর করা থেকে দুই দিন বিরত রাখেন খুনি (মাষ্টার মাইন্ড) আবদুল কাদের এএসপি। এমনি একটা জিডি করতে দেয়নি আসমী খুনি ((মাষ্টার মাইন্ড) আবদুল কাদের এএসপি।
আমার বোনের লাশ দাফন করে গত ১৭ /১০/২০২৪ তারিখ কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে সেখান থেকে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে খুনি (মাষ্টার মাইন্ড) আবদুল কাদের এর নির্দেশে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়।”
১৮/১০/২০৪ মামলা করতে গেলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ আমাদের মামলা না নিয়ে থানা থেকে বের করে দেয়। প্রায় ছয় দিন ঘুরে থানা মামলা করতে ব্যর্থ হয়ে আমার ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -৪ ঢাকা বিচারক শাহারিয়ার কবির এর আদালতে একটি মামলা করি। মামলা গ্রহণ করে আদালত ৭ কার্যদিবসের মধ্যে ঢাকা জেলা ডিবিকে তদন্তের আদেশ প্রদান করেন।
কিন্তু ৭ দিনের জায়গায় আজ ১ মাস প্রায় হয়ে গেলেও প্রতিবেদন দেওয়ার কোন তথ্য নেই। এইদিকে আমার এবং আমার পরিবারের লোকজনকে খুনি(মাষ্টার মাইন্ড) আবদুল কাদের তার পুলিশি ক্ষমতা খাটিয়ে সন্ত্রাসী দিয়ে আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। আমি মামলা বাদী আমি নিজে তাদের হত্যার হুমকির স্বীকার হয়ে পালিয়ে বেড়াই কিন্তু খুনি (মাষ্টার মাইন্ড) আবদুল কাদের ও তার পরিবারের লোকজন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ব্যবসা করতেছে আর আমার মামলার সাক্ষীদের বাসায় গিয়ে হুমকি দিয়ে যাচ্ছে।
এই পুলিশি ক্ষমতার কাছে আজ আমি এবং আমার পরিবার অসহায় হয়ে যাচ্ছি। আমি আমার অন্তঃসত্ত্বা বোন সাদিয়া আক্তার বীনা হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের ফাঁসি চাই।” এ ছাড়াও সমাবেশে নিহতের ভাই ফেরদৌস, সুমন, নিহতের বোন মুন্নী, কেরানীগঞ্জবাসীর পক্ষে মোঃ শাজাহান, রুপমসহ সকলেই সাদিয়া আক্তার বীনা হত্যার ( মাষ্টার মাইন্ড) খুনি এএসপি আব্দুল কাদেরসহ সকলের গ্রেফতার এবং দৃষ্টান্ত শাস্তি ফাঁসি দাবীতে বিক্ষোভ প্রতিবাদ করেন।