ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যে অপরাধে বেরোবি শিক্ষক আসাদ মন্ডল সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বেরোবি
  • সময় ১১:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
  • / 50

আসাদ মণ্ডল

৫ আগস্ট পট পরিবর্তনের মূল উপজীব্য ছিললে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত আবু সাঈদ। বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার পরই সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যার ফলাফল আজকের অন্তর্বতীকালীন সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং আবু সাঈদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক দপ্তর আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আবু সাঈদ
আবু সাঈদ

আদেশটিতে বলা হয়, বিগত জুলাই-আগস্ট ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ড বিষয়ে গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা পাওয়ায় বিগত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮-তম সভার সিদ্ধান্তক্রমে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৫) মোতাবেক আসাদুজ্জামান মন্ডল আসাদকে অভিযুক্ত করে বিধি ৪-এর উপ-বিধি ৩ (ঘ) অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হলো।

পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে তাকে বরখাস্ত করার বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য সন্তোষজনক ও প্রামাণিকভাবে লিখিত প্রদানের জন্য আদেশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

যে অপরাধে বেরোবি শিক্ষক আসাদ মন্ডল সাময়িক বরখাস্ত

সময় ১১:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

৫ আগস্ট পট পরিবর্তনের মূল উপজীব্য ছিললে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত আবু সাঈদ। বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার পরই সারাদেশে স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যার ফলাফল আজকের অন্তর্বতীকালীন সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং আবু সাঈদ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দায়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান মন্ডল আসাদকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক দপ্তর আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

আবু সাঈদ
আবু সাঈদ

আদেশটিতে বলা হয়, বিগত জুলাই-আগস্ট ২০২৪-এ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যাকান্ড বিষয়ে গঠিত তথ্য-অনুসন্ধান কমিটির প্রতিবেদনে সংশ্লিষ্টতা পাওয়ায় বিগত ২৮ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৮-তম সভার সিদ্ধান্তক্রমে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি-৩(৫) মোতাবেক আসাদুজ্জামান মন্ডল আসাদকে অভিযুক্ত করে বিধি ৪-এর উপ-বিধি ৩ (ঘ) অনুযায়ী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হলো।

পত্র প্রাপ্তির সাত কর্মদিবসের মধ্যে তাকে বরখাস্ত করার বিষয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য সন্তোষজনক ও প্রামাণিকভাবে লিখিত প্রদানের জন্য আদেশে উল্লেখ করা হয়েছে।